LSG মালিকের মুখে ঝামা ঘষলেন KL রাহুল, মুখের ওপর বললেন 'খেলবো না তোমাদের দলে’ !! 1

লখনৌ সুপার জায়ান্টস দলে আর খেলতে দেখা যাবে না ভারতীয় দলের কিংবদন্তি মিডিল অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুলকে (KL Rahul)। ভারতীয় দলের এই প্রভাবশালী খেলোয়াড় ২০২২ সালের মেগা নিলামের আগেই পাঞ্জাব কিংস ছেড়ে নাম লিখিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টস দলে। প্রথম মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন রাহুল এমনকি প্লে-অফে পৌঁছে গিয়েছিল লখনৌ তবে এলিমেনেটরের ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল লখনৌ দলকে। এরপর দ্বিতীয় মৌসুমে ব্যাঙ্গালুরু বিরুদ্ধে একটি ম্যাচে চোট পেয়ে আইপিএল ২০২৩’ থেকে ছিটকে যেতে হয়েছিল রাহুলকে।

রাহুলের ক্যাপ্টেন্সির উপর প্রশ্ন তুলেছিলেন গোয়েঙ্কা

Sanjiv Goenka and KL Rahul, ipl 2024
Sanjiv Goenka and KL Rahul | Image: Twitter

রাহুলের (KL Rahul) অনুপস্থিতিতে ক্রুনাল পান্ডিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দুই ক্যাপ্টেনের যৌথ প্রয়াশে লখনৌ দল আবার একবার প্লে অফে পৌঁছেছিল লখনৌ দল। তবে প্রথম দুই বছরেই দলকে এলিমিনেটরেই পরাস্ত হতে হয়েছিল। অন্যদিকে, ২০২৪ সালের আইপিএলের কথা বলতে গেলে এই মরশুমে দুর্দান্ত সূচনা করে লখনৌ দল তবে শেষের কয়েকটি ম্যাচে জিততে ব্যার্থ হয় দল এবং তারই মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে লখনৌ দলের পারফর্মেন্স ছিল একেবারে নিম্নমানের। যেখানে লখনৌএর বানানো ১৬৫ রান ৯.৪ ওভারেই তুলে দিয়েছিল সানরাইজার্স। এই ম্যাচের পরেই রাহুল (KL Rahul) ও সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে বচসার জেরে সমাজ মাধ্যমে গোয়েঙ্কার উপর নিন্দার ঝড় ওঠে।

Read More: বাদ পড়ছেন KL Rahul, আগামী মরসুমে লক্ষ্ণৌর দায়িত্ব সামলাবেন এই RCB অধিনায়ক !!

ভক্তরা মনে করেছিল, তাদের প্রিয় রাহুল আর লখনৌ দলে খেলবেন না। তবে, কিছুদিন আগেই কেএল রাহুলের সঙ্গে অলিপুরে নিজের অফিসে বৈঠক সারেন গোয়েঙ্কা। তার পরের দিনই সাংবাদিক সম্মেলনের ডাক দেন সঞ্জীব এবং সম্মেলনে কিংবদন্তি জাহির খানকে (Zaheer Khan) দলের মেন্টর ও বোলিং কোচের দায়িত্ব তুলে দেন। কিন্তু সম্মেলনে রাহুলকে রিটেন করার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। রাহুলকে নিয়ে মন্তব্য করে তিনি জানিয়েছিলেন, “এখনও আইপিএল শুরু হওয়ার দেরি রয়েছে, ভাবার অনেক সময় রয়েছে। রাহুল সুপার জায়ান্টস পরিবারের একটি অঙ্গ।

LSG ছাড়ছেন রাহুল

Kl rahul
Kl Rahul | Image: Getty Images

তবে সূত্রের খবর অনুযায়ী, কে এল রাহুল লখনৌ দল ছাড়তে চলেছেন। ফ্রাঞ্চাইজির এক কর্মকর্তা জানিয়েছেন রাহুল (KL Rahul) আর লখনৌ দলের হয়ে খেলতে রাজি নন। যদিও রাহুল বা লখনৌ অফিসিয়াল ভাবে ফ্রাঞ্চাইজি ছাড়ার কোনো খবর প্রকাশ করেননি। রিটেন ও রিলিজ লিস্ট জমা দেওয়ার দিনেই বড় ঘোষণা করবে ফ্রাঞ্চাইজি। রাহুলের আইপিএলের পরিসংখ্যানের কথা বলতে গেলে ১৩২ আইপিএল ম্যাচে ৪৫.৪৭ গড়ে ও ১৩৪.৬১ স্ট্রাইক রেটে ৪৬৮৩ রান বানিয়েছেন। আসন্ন মৌসুমে RCB দলের হয়ে খেলতে দেখা যেতে পারে রাহুলকে।

Read Also: দলের নেতা খুঁজতে কালঘাম ছুটছে BCCI’এর, ‘মুন্ডু’ ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *