KL Rahul: চলছে ইংল্যান্ড এবং ভারতের (ENG vs IND) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ইংল্যান্ডের এজবাস্টনে মুখোমুখি হয়েছে ২ দল। দুই দলের এই লড়াইয়ের আবার একবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের শুরুটা মনের মতন হয়নি। শুরুতেই উইকেট হারিয়ে ফেলেছিলেন কেএল রাহুল (KL Rahul)। আসলে, কেএল রাহুলকে দ্বিতীয় টেস্টে খুব একটা স্বচ্ছন্দের মধ্যে দেখাচ্ছিল না। ইংলিশ পেসারদের বিরুদ্ধে রাহুলকে সংঘর্ষ করতে দেখা যাচ্ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে রাহুলকে।
দ্রুত প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল

২৬ বলে ২ রান বানিয়ে ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে প্লে ডাউন হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল রাহুলকে। এর আগে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাহুল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৮ বলে ৪২ এবং দ্বিতীয় ইনিংসে ২৪৭ বলে ১৩৭ রান বানিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে রাহুল ও পন্থের সেঞ্চুরির জেরেই ভারত প্রথম টেস্টে বড় রান টার্গেট দিতে সক্ষম হয়েছিল। এই সিরিজ থেকেই রাহুল ভারতীয় দলের পরিপক্ক ও আগামী বেশ কয়েক বছর এই ওপেনিং পজিশন ধরে রাখতে চাইবেন তিনি। তবে, দ্বিতীয় টেস্টে যেভাবে তিনি ব্যার্থ হয়েছেন তাতে প্রধান কোচ গৌতম গম্ভীর ইচ্ছা করলেই রাহুলকে ছাঁটাই করতে পারেন এবং তাঁর বদলে বেঞ্চ গরম করা অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran) সুযোগ দিতে চাইবে।
Read More: ৬,৬,৬,৬,৬,৬… ইংল্যান্ডের মাটিতে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী, খেললেন ৮৬ রানের ধ্বংসাত্মক ইনিংস !!
কয়েক মাস আগেই নিউজিল্যান্ড যখন ভারতে এসেছিল তখন ঠিক ভাবেই একাদশে জায়গা হচ্ছিল না কেএল রাহুলের (KL Rahul)। তাঁর আগে সরফরাজ খানকে (Sarfaraz Khan) নিউজিল্যান্ড সিরিজে বেছে নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপর রোহিত শর্মার অনুপস্থিতি ভাগ্য খুলে দেয় কেএল রাহুলের (KL Rahul)। রাহুল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন। সেখানেই ওপেনার হিসাবে বেশ সফল হয়েছিলেন রাহুল। এরপর রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসর নিতেই পাকাপাকি ভাবে ওপেনার হিসাবে রাহুলকে দেখতে পাবে বলে মনে করেছিল ভক্তরা।
লর্ডস টেস্টে বাদ পড়বেন রাহুল

তবে, সূত্রের দাবি, গতকাল রাহুল যেভাবে আউট হয়েছেন তা দেখে মেজাজ হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং রাহুলকে (KL Rahul) শিক্ষা দিতে তাকে দল থেকে বাদ দিতে চলেছেন। এখন ভারতীয় দল তরুণ খেলোয়াড়দের বেশ সুযোগ দিচ্ছে, তাই রাহুলের ব্যার্থতার পর বাঁকি খেলোয়াড়দের জন্য সুযোগ হয়ে গিয়েছে তাকে প্রতিস্থাপন করার। রাহুলকে এর আগেই ফর্মের জন্য টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিল। আবার একবার ইংল্যান্ডের কাছে ব্যার্থতার পর তৃতীয় টেস্টে দলে জায়গা হারাতে পারেন রাহুল।