ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি বেশ জমে উঠেছে। দুই দলের মধ্যে ওডিআই সিরিজটি ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ওডিআই সিরিজে ভারতীয় দলকে নিয়ে বেশ সংশয়তা রয়েছে। এই সিরিজে নেতৃত্বের পালাবদল হতে চলেছে। ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ইডেন টেস্টে ঘাড়ে গুরুতর চোট পেয়েছিলেন যে কারণে এই ওডিআই সিরিজে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ভরা। ইডেন টেস্টের (IND vs SA) দ্বিতীয় দিনের শুরুতে চোট পান ক্যাপ্টেন শুভমান, চোট গুরুতর হওয়ার কারণেই তাঁকে আপাতত বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই ওডিআই সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ্যে আনতে চলেছে।
ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন শুভমান গিল

শুভমান গিলকে ছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়কে ওডিআই সিরিজে (IND vs SA) আবার দলে দেখতে পাওয়া যাবে। শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer) আপাতত দলের বাইরে থাকতে হবে। অস্ট্রেলিয়ায় গুরুতর চোট পাওয়ার পর দলের বাইরে থাকবেন শ্রেয়স। সদ্য তিনিও অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের ওডিআই দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে বড় দায়িত্ব পেয়েছিলেন। শ্রেয়স না খেলায় ওডিআই সিরিজে পন্থের ফিরে আসার সম্ভবনা অনেকটাই বেড়ে যায়। আসন্ন সিরিজে পন্থকে চারে ব্যাটিং করতে দেখতে পাওয়া যেতে পারে।
Read More: IND vs SA: দঃ আফ্রিকার বিপক্ষে ODI সিরিজ খেলবেন না কুলদীপ যাদব, BCCI’কে স্পষ্ট জানালেন তারকা !!
দায়িত্ব পাচ্ছেন এই তারকা খেলোয়াড়

তবে, এই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। বদলে নেতৃত্ব দিতে দেখতে পাওয়া যাবে কেএল রাহুল (KL Rahul)। বিসিসিআই সূত্রের দাবি, ওডিআই দলে কেএল রাহুল একজন নিয়মিত মুখ। আগেও তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ঋষভ পন্থ দীর্ঘদিন ওডিআই ফরম্যাটে খেলেননি। অন্যদিকে, রাহুল দলের মিডিল অর্ডারের ভরসা। দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকাকে ওডিআই সিরিজে পরাস্ত করেছিল। তখন ভারতের ক্যাপ্টেন রাহুলই ছিলেন। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “শুভমান গিলের মতন একজন তারকাকে ছাড়া এই সিরিজটি খেলা খুব একটা সহজ হবে না। ওরাও খুব শক্তিশালী দল। আমাদের বিকল্প হিসেবে রাহুল ও পন্থকে বেছে নিতে হবে। এ বিষয়ে, রাহুল অনেক অভিজ্ঞ। পন্থ অবশ্য অনেকদিন সাদা বলের ফরম্যাটে খেলেননি। আমরা দুজনকেই নেতৃত্বের দায়িত্বে রাখতে চাই।”