আসন্ন আইপিএল বেশ চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যম জুড়ে। ভারতীয় দলের প্রতিভাবান ক্রিকেটার কেএল রাহুলকে (KL Rahul) নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যম জুড়ে। গতবার আইপিএলে বেশ কয়েকজন খেলোয়াড়কে নতুন দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল। ঠিক এমনই একজন খেলোয়াড় হলেন রাহুল। এক সময়ে ছিলেন ট্রোলের পাত্র, বর্তমানে নিজের ছন্দ ধরে ফেলেছেন রাহুল। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার এবারের আইপিএলের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন রাহুল। দলের হয়ে ওপেনিং থেকে শুরু করে মিডিল অডারে ব্যাটিং, উইকেট কিপিং, গ্রাউন্ড ফিল্ডিংও করেছেন রাহুল। ব্যক্তিগতভাবে দলের হয়ে সর্বোচ্চ দিয়েও আবার একবার ট্রফির দেখা পেলোনা রাহুল।
রাহুলকে দলে টানতে চায় KKR

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হলেন কেএল রাহুল (KL Rahul)। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স রাহুলকে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। তবে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) পিছনে দৌড়িয়ে অনেকটাই মূলধন নষ্ট করে ফেলেছিল নাইট শিবির। আসন্ন আইপিএলে দলে বড় পরিবর্তন আনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে রাহুলকে। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স গত মৌসুমে সেভাবে ভালো প্রদর্শন দেখাতে পারেনি, যার ফলে দলের পারফরমেন্সের পাশাপাশি রাহানের ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠেছিল। আসন্ন আইপিএলে বদলে যেতে চলেছে দলের খেলোয়াড় সহ অধিনায়কও।
Read More: “গম্ভীর চায় না আমি থাকি..”, অস্ট্রেলিয়া সফরে জায়গা না পেয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির !!
সূত্রের খবর, আসন্ন আইপিএলে কেএল রাহুলকে কলকাতা নাইট রাইডার্স দলে দেখতে পাওয়া যাবে। নাইট রাইডার্স ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কথা বলার শুরু করে দিয়েছে। নাইট রাইডার্স দল কেএল রাহুলকে তাদের দলে টানতে চাইছে। ২০২৪ সালে ফিলিপ সল্ট (Philip Salt) কলকাতা নাইট রাইডার্সের হয়ে উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করেছিলেন যিনি ব্যাট হাতে আগ্রাসী সূচনা দিতেন দলকে। কিন্তু গতবার কুইন্টন ডি কক কিংবা রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) ব্যাট হাতে সেভাবে প্রতিফলন দেখাতে পারেননি।
ক্যাপ্টেন হচ্ছেন রাহুল

যে কারণেই নতুন উইকেট কিপারের পিছনে দৌড়াতে হচ্ছে নাইট রাইডার্স দলকে। তাছাড়া, কেএল রাহুলের কাছে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। আগে পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবারের আইপিএলে রাহুলের খোঁজে রয়েছে নাইট রাইডার্স। রাহুলকে ট্রেড করেই কলকাতায় আনতে চান নাইট রাইডার্স এর টিম ম্যানেজমেন্ট। যদিও গত মৌসুমে কেএল রাহুল যেভাবে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তাতে রাহুলকে ছাড়া দিল্লিকে নিতান্তই পস্তাতে হতে পারে।