ভারতীয় দলের (Team India) তারকা খেলোয়াড় বিরাট কোহলি (Virat Kohli) সদ্য টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। ভারতীয় টেস্ট দলে দীর্ঘদিন ধরে চার নম্বরে ব্যাটিং করেছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে চার নম্বর হলো সবথেকে কঠিন একটি পজিশন, দীর্ঘদিন ধরে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতীয় দলের হয়ে চারে ব্যাটিং করেছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। আর তিনি অবসর নিতেই ভারতীয় দলের হয়ে চারে ব্যাটিং করতে দেখা গিয়েছে বিরাটকে। তবে, এবার বিরাট কোহলির পরিবর্তেকে ভারতীয় দলের হয়ে চারে কে ব্যাটিং করবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন।
বিরাট অবসর নিতেই চাপ বাড়লো ভারতের

ভারতীয় দলের (Team India) প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান কৃষ্ণমচারী শ্রীকান্ত (Krishnamachari Srikkanth) ভারতীয় দলের হয়ে কে চার নম্বরে ব্যাটিং করতে পারেন সে বিষয়ে নিজের মতামত দিয়েছেন। শ্রীকান্তের মতে, ভারতীয় দলের হয়ে মিডিল অর্ডারের দায়িত্ব সামলাতে পারেন কেএল রাহুল (KL Rahul)। শ্রীকান্তের মতে রাহুলই কোহলির সঠিক প্রতিস্থাপন হতে পারেন। শ্রীকান্তের মতে রাহুলের সঠিক কৌশল আছে এবং বর্তমান ভারতীয় দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। মন্তব্য করে শ্রীকান্ত বলেছেন, “টেস্ট ক্রিকেটে ভারতের পরবর্তী ৪ নম্বরে কে বিরাটের জায়গা নেবে, সে বিষয়ে বলতে গেলে আমার মতে, কেএল রাহুলকে সেই পদ দেওয়া উচিত। টেস্ট ক্রিকেটে তিনি ভবিষ্যতে ভারতের মূল চালিকাশক্তি হতে পারেন। তাঁর সঠিক কৌশল রয়েছে, এবং ম্যানেজমেন্টের উচিত তাকে সেই নির্দিষ্ট ভূমিকা দেওয়া।“
Read More: সাদা বলের ক্রিকেটে নতুন যুগের সূচনা পাকিস্তানের, প্রাক্তন RCB দলের কোচ হলেন দলের ‘হেড স্যার’ !!
কেএল রাহুল (KL Rahul) ভারতীয় ক্রিকেট দলের (Team India) হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন। ৩৩.৫৮ গড়ে কোহলি ১৭টি অর্ধশতরান এবং ৮টি শতরান সহ ৩২৫৭ রান বানিয়েছেন। রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেনিং করেছিলেন। রাহুল টেস্ট ফরম্যাটে একটি ম্যাচের দুই ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন। ২ ইনিংসে রাহুল ৫৪ গড়ে ১০৮ রান বানিয়েছেন এবং তার মধ্যে ৮৬ রানেরও একটি ইনিংস খেলেছিলেন।
চারে ব্যাটিং করত দেখা যাবে রাহুলকে

রাহুল বিগত কয়েক বছর ধরে ভারতীয় ওডিআই দলের জার্সিতে চার নম্বরেও ব্যাটিং করেছেন। ১৩ ম্যাচে রাহুল ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে ব্যাটিং করেছেন। ৫৫.৮০ গড়ে এবং ৮৬.৭৮ স্ট্রাইক রেটে ৫৫৮ রান বানিয়েছেন। শুধু তাই নয়, ব্যাট হাতে দুইবার শতরান ও তিনবার অর্ধশতরান হাঁকিয়েছেন। এবার দেখার বিষয় বিসিসিআই কেএল রাহুলকে টেস্ট ফরম্যাটে চারে ব্যাটিংয়ে পাঠান কিনা।