ভারতীয় ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপের জন্য সম্পূর্ণভাবে তোইরি। ইংল্যাণ্ড আর ওয়েলসের আতিথেয়তায় ৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এর জন্য যতই বিরাট কোহলির দল প্রস্তুত থাকুক কিন্তু এই একটা কথা অস্বীকার করা যাবে না যে ভারতীয় দল চার নম্বরের ব্যাটিং নিয়ে সমস্যায় ফেঁসে রয়েছে।
চার নম্বরের ব্যাটিং নিয়ে ভারতীয় দল রয়েছে বিশ্বকাপে চিন্তায়
গত দীর্ঘ সময় ধরে ভারতীয় দল চার নম্বর ব্যাটিং ক্রম নিয়ে যথেষ্ট সংঘর্ষ করছে। এই নম্বরে বেশ কিছু ব্যাটসম্যানদের পরীক্ষা করা হয়েছে কিন্তু কোনো ব্যাটসম্যানই এমন হয়নি যার মধ্যে সম্ভাবনা দেখা গিয়েছে।
এই অবস্থায় ইংল্যান্ডে হতে চলা আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে এই চার নম্বরের সমস্যা মেটাতে হবে নইলে এটাই তাদের সমস্যার বড়ো কারণ হয়ে দাঁড়াতে পারে।
দিলীপ বেঙ্গসরকার কেএল রাহুলকে মনে করে ভাল বিকল্প
যতই ভারতীউ দল গত কিছু মাস ধরে চার নম্বর ব্যাটিং স্পট নিয়ে সমস্যায় থাকুক কিন্তু বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার নিজের নিজের পছন্দ দিয়ে বিশ্বকাপে চারনম্বরের সঠিক বিকল্প খোঁজার চেষ্টা করেছেন।

বিশ্বকাপে এই নম্বরে কেউ বিজয় শঙ্করকে তো কেউ মহেন্দ্র সিং ধোনি আবার কেউ দীনেশ কার্তিককে উপযুক্ত ব্যাটসম্যান মনে করছেন। কিন্তুএখন ভাতীয় দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান আর নির্বাচক থাকা দিলীপ বেঙ্গসরকার নিজের পছন্দ জানিয়েছেন।
কেএল রাহুলের কাছে চার নম্বরে ব্যাটিং করার উন্নত ক্ষমতা
দিলীপ বেঙ্গসরকার চা নম্বরের জন্য সবচেয়ে ভাল বিকল্প হিসেবে তারকা ব্যাটসম্যান কেএল রাহুলকে বলেছেন। দিলীপ বেঙ্গসরকার বলেন,
“আমাদের কাছে শিখর আর রোহিতের রূপে একটা অভিজ্ঞ ওপেনিং জুটি রয়েছে। বিরাট ৩ নম্বরে অভূতপূর্ব। আর আমার মনে হয় যে চার নম্বরে কেএল রাহুল একজন ভাল বিকল্প হতে পারেন। ওর কাছে টেকনিক রয়েছে আর ও টপ থ্রিতেও ভাল হতে পারে। আমার মতে যে চার নম্বরে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান থাকা উচিৎ”।
তো অন্যদিকে বেঙ্গসরকার আগে আরো বলেন,
“ও একজন বিশেষজ্ঞ ওপেনিং ব্যাটসমান কিন্তু ও শুরুতেই উইকেট হারানোর পর স্থিরতা দিতে পারবে। সেই সঙ্গে একটা লম্বা টুর্নামেন্টে দরকার পড়লে ও ইনিংস ওপেনও করতে পারবে। আমার মনে হয় ওর প্লেয়িং ইলেভেনের অংশ হওয়া উচিৎ”।