IND vs ENG: ভারত-ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলা অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টটি ইংল্যান্ডের ওভালের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিন শেষে ভারতীয় দল ২ উইকেট হারিয়ে ৭৫ রান বানিয়েছে এবং ৫২ রানে এগিয়ে রয়েছে। তবে, আজকের দিনটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় দলের ব্যাটিং প্রদর্শন নির্ধারণ করবে এই টেস্টের ফলাফল। তবে, চলতি টেস্ট ম্যাচেও লেগে গেল বিতর্ক। সিরিজের শুরু থেকেই বিতর্ক থামার নাম নিচ্ছে না, তাঁর মাঝেই আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন ভারতীয় দলের তারকা ওপেনার কেএল রাহুল (KL Rahul)।
রুটের সাথে কথাকাটাকাটি চলছিল প্রসিদ্ধের

পঞ্চম টেস্টে (IND vs ENG) ফিল্ড আম্পায়ার হিসাবে শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা ও পাকিস্তানের আশান রাজাকে দেখতে পাওয়া যাচ্ছে। তবে, মাঠের মধ্যে রাহুলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কেএল রাহুল (KL Rahul)। ওভাল টেস্টের দ্বিতীয় দিন ভারতের জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুটের (Joe Root) মধ্যে তর্কতর্কি চলছিল। তখন ধর্মসেনার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন রাহুল। সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণর হয়েই কথা বলতে যান রাহুল। তবে, সেই ঝামেলার মাঝে শামিল হন ধর্মসেনা। ধর্মসেনা যে ধর্মসংকট তা টের পেল ভারতীয় খেলোয়াড়রা।
Read More: IND vs ENG 5th Test: মারমুখী ইংল্যান্ডকে রুখলো প্রসিদ্ধ-সিরাজের বোলিং, দ্বিতীয় দিনে হাড্ডাহাড্ডি লড়াই ওভালে !!
ইংল্যান্ডের ইনিংসের ২২তম ওভারে ঘটেছিল এই ঘটনা। প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) একটা বল রুটের ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। একটুর জন্যই উইকেট বাঁচিয়েছিলেন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক। এরপরেই রুটকে হালকা স্লেজিং করেন কৃষ্ণ, তবে কৃষ্ণের স্লেজিংয়ের মোক্ষম জবাব দিয়েছিলেন রুট। পায়েন্ট অঞ্চল দিয়ে চার মারেন রুট। তার পরেই রুট প্রসিদ্ধকে উল্টে কিছু শোনাতে থাকেন। দুজনের মধ্যে বেশ গরম পরিবেশ তৈরি হয় এবং ধর্মসেনা পরিস্থিতি সামাল দিতে আসেন। আর ঠিক তখনই রাহুল ধর্মসেনার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
মেজাজ হারিয়ে ফেলেন রাহুল

রাহুল ধর্মসেনাকে বলেন, “আপনি কী চান? আমরা চুপ করে থাকি?”। জবাবে ধর্মসেনা বলেন, “আপনি কি চাইবেন কোনো বোলার আপনার দিকে তেড়ে গিয়ে কথা বলুক ? না এটা করা যায়না, আর আমরা এটা করতে দিতে পারিনা।” তা শুনে রাহুল পাল্টা জবাব বলেন, “আপনি কি চান ? আমরা শুধু ব্যাট বল করে বাড়ি ফিরে যাব?” রাহুলের এই উত্তর শুনে অবশ্য কিছুটা হলেও ধর্মসংকটে পড়েছিলেন ধর্মসেনা। জবাবে তিনি বলেন, “আমরা এটা বিষয়ে ম্যাচের পর আলোচনা করবো, আপনি এভাবে কথা বলতে পারেন না।”