ভারতে ঘরোয়া ক্রিকেটের উন্নতির সঙ্গে সঙ্গে প্রতিভাবান ক্রিকেটারদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আইপিএলের মঞ্চকেও ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসার চেষ্টা করছেন তরুণ ক্রিকেটাররা। ফলে জাতীয় নির্বাচকদের জন্য সঠিক দল বাছাই করা খুবই কঠিন বিষয়। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় লাল বলের দলে একাধিক পরিবর্তন দেখে গেছে। এবার এশিয়া কাপে (Asia Cup 2025) জন্য ভারতের টি-টোয়েন্টি দলেও একাধিক পরিবর্তন ঘটাতে চলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সঞ্জু স্যামসনের (Sanju Samson) বিষয় নিতে চলেছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
Read More: অধিনায়ক রোহিত, ভরসা বিরাট-রাহুল, ইংল্যান্ডের বিপক্ষে ODI সিরিজের জন্য প্রকাশ্যে এলো ভারতীয় দল !!
বাদ পড়ছেন সঞ্জু-

ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু ভালো পারফর্মেন্স করেও এক সময় জাতীয় দলে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। যা নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছিল। বর্তমানে তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার এবং উইকেটকিপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে শেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ঘরের মাঠে একদমই ছন্দে ছিলেন না এই তারকা ব্যাটসম্যান।
৫ ম্যাচে মাত্র ৫১ রান সংগ্রহ করেন। সম্প্রতি চোট সমস্যার মধ্যেও রয়েছেন সঞ্জু। এই বছর আইপিএলে (IPL 2025) ব্যাটিং করার সময় পাঁজরে চোট পান। যার ফলে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশের বাইরে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে এশিয়া কাপে সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকা কেএল রাহুলকে (KL Rahul) উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি দলে ফেরত আনতে চলেছে বিসিসিআই (BCCI)। এর ফলে সঞ্জু স্যামসন (Sanju Samson) আবারও বাদ পড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।
দুরন্ত ফর্মে কেএল রাহুল-

ভারতীয় ব্যাটিং অর্ডারে যেকোনো জায়গায় নিজেকে মানিয়ে নিয়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ৬ নম্বর স্থানে ব্যাটিং করে ৫ ম্যাচে ১৪০ রান সংগ্রহ করেছিলেন। এরপর আইপিএলে (IPL 2025) নতুন দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জ্বলে ওঠেন এই তারকা। ১৩ ম্যাচে একটি বিধ্বংসী শতরানের সঙ্গে ৫৩৯ রান সংগ্রহ করেন রাহুল (KL Rahul)। এরপর ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ডাক পান তিনি।
ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে ওপেনার হিসেবে প্রয়োজনীয় সময় দলের ঢাল হয়ে উঠেছিলেন। তার প্রশংসনীয় লড়াই বর্তমানে ক্রিকেট মহলে চর্চায় রয়েছে। যার ফলে ভারতীয় দল বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে টেস্ট সিরিজ ২-২ ড্র করতে সক্ষম হয়েছিল। উল্লেখ্য রাহুল ৫ ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করে সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। ফলে তাকে আবারও এশিয়া কাপে (Asia Cup 2025) টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনতে চলেছেন নির্বাচকরা। উল্লেখ্য কেএল রাহুল (KL Rahul) শেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নেমেছিলেন।