সাম্প্রতিক সময় ভারতীয় দল একের পর এক টেস্ট সিরিজ হারার ফলে নতুন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সমালোচনার মুখে পড়েছিলেন। ফলে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে তরুণ ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল বানিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ব্লু ব্রিগেডরা। বর্তমানে চোট সমস্যা শুভমান গিলদের (Shubman Gill) সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ টেস্টের আগেই চোটের কারণে চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ঋষভ পান্থ (Rishabh Pant) গুরুতর চোট পেয়ে বর্তমানে চিন্তা বাড়িয়েছেন। ফলে পঞ্চম টেস্টে ভারতীয় সহ অধিনায়কের পরিবর্তে এই তারকাকে উইকেটকিপিং করতে দেখা যাবে।
Read More: IND vs ENG 4th Test: রেকর্ড রুটের, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও ব্যাকফুটেই থাকতে হলো টিম ইন্ডিয়াকে !!
গুরুতর চোটের কবলে পান্থ-

২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। দীর্ঘদিন মাটির বাইরে থেকে লড়াই চালিয়ে আবারও সুস্থ হয়ে মাঠে ফেরেন এই তারকা ব্যাটসম্যান। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রথম থেকেই ব্যাট হাতে নিজের অবদান রেখেছেন ভারতের নতুন টেস্ট সহ অধিনায়ক। উইকেটকিপার হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু চলতি চতুর্থ টেস্ট ম্যাচে গুরুতরভাবে পায়ে চোট পেয়েছেন ঋষভ পান্থ (Rishabh Pant)।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথম দিন ব্যাটিং করার সময় ক্রিস ওকসের (Chris Woakes) করা একটি বলে রিভার্স-সুইপ মারার চেষ্টা করেন এই ভারতীয় তারকা। কিন্তু বলটি ব্যাটে না লেগে তার ডান পায়ে এসে সরাসরি আঘাত করে। এরপরই ঋষভ পান্থ (Rishabh Pant) যন্ত্রণায় মাঠের মধ্যেই রীতিমতো কাতরাতে থাকেন। রিটায়ার্ড আউট হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। চিকিৎসকরা পর্যবেক্ষণ করে তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার নির্দেশ দেন। কিন্তু পান্থ (Rishabh Pant)দলের স্বার্থে দ্বিতীয় দিন মাঠে নেমে ব্যাট হাতে অদম্য লড়াই চালিয়ে অর্ধশতরান করেন। তবে পঞ্চম টেস্টে এই তারকা ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন না বলেই মনে করা হচ্ছে।
উইকেটকিপিং করবেন কেএল রাহুল-

ঋষভ পান্থ (Rishabh Pant) চোট পাওয়ার পর চতুর্থ টেস্টে ভারতীয় দলের হয়ে উইকেটকিপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। কিন্তু পঞ্চম টেস্টে পান্থের বদলে ঈশান কিষাণ (Ishan Kishan) বা নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan) দলে আসবেন বলেই জল্পনা শুরু হয়েছিল। কিন্তু ঈশান কিষাণ গোড়ালিতে চোটের কারণে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের যোগ দিতে পারবেন না বলে ইতিমধ্যেই বিসিসিআইকে (BCCI) জানিয়েছেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং নারায়ণ জগদীশনকে নিয়েও এগোতে চাইছেন না নির্বাচকরা।
এর মধ্যেই সূত্র অনুযায়ী খবর সামনে এসেছে যে পঞ্চম টেস্টে ভারতীয় দলের হয়ে উইকেটকিপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কেএল রাহুল (KL Rahul)। এই তারকা ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে এর আগে উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডের বিপক্ষেও চলতি সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ ক্যাচ ধরে ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন তিনি। ব্যাট হাতেও কেএল রাহুল (KL Rahul) দলের ভরসা হয়ে উঠেছেন। তিনি এখনও পর্যন্ত চলতি সিরিজে ৪ ম্যাচে ৪২১ রান সংগ্রহ করেছেন।