এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করেছে। পরপর আইসিসি ট্রফি জয় করে নতুন রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অন্যদিকে এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে ২০ ওভারের ফরম্যাটে আয়োজন করা হবে। ভারত এই বছর এশিয়া কাপেও শক্তিশালী দল হিসাবে মাঠে নামতে চলেছে। গৌতম গম্ভীর( Gautam Gambhir) টেস্ট দলের পর এবার টি-টোয়েন্টি দলেও একাধিক পরিবর্তন করতে চলেছেন। কেএল রাহুল (KL Rahul) ভারতের ২০ ওভারের দলে ফিরে আসবেন বলে জল্পনা তৈরি হয়েছিল। এবার এই বিষয় গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!
এশিয়া কাপে নেই রাহুল-

কেএল রাহুল (KL Rahul) বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন। তিনি ব্যাটিং অর্ডারের যেকোনো স্থানে মানিয়ে নিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে সংগ্রহ করেছেন ৫৩২ রান। গুরুত্বপূর্ণ সময় একদিক থেকে ধরে রেখে বিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করে ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছেন। এই বছর আইপিএলে (IPL 2025) ব্যাট হাতে ছন্দে ছিলেন রাহুল (KL Rahul)। নতুন দল দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে একটি দুরন্ত শতরানের সঙ্গে ১৩ ম্যাচে সংগ্রহ করেন ৫৩৯ রান।
ফলে মনে করা হচ্ছিল এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দলে আবারও ফিরতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান। তিনি ২০২২ সালে শেষবার ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিলেন। তবে এখনই তাকে এই ফরম্যাটে ফিরিয়ে আনতে চাইছেন না নির্বাচকরা। সূত্র অনুযায়ী দলে ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানকে ফিরিয়ে আনতে চলেছে বিসিসিআই (BCCI)। এছাড়াও রয়েছে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং ঋষভ পান্থের (Rishabh Pant) মতো তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। দলের ব্যাটিং কম্বিনেশনের মধ্যে রাহুল অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে চলেছেন কর্মকর্তারা।
দলে ফিরছেন গিল-

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের ওপেনার হিসেবে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে শুভমান গিলকে (Shubman Gill) দেখতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। গত বছর জুলাই মাসে শেষ দেশের জার্সিতে ২০ ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময় তার দুরন্ত ব্যাটিং পারফর্ম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। এই বছর আইপিএলে গুজরাট টাইটান্সের (GT) হয়ে ১৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন ৬৫০ রান। অধিনায়ক হিসাবেও তিনি মাঠে চাপের মুখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রীতিমতো চমক দেন।
এরপরই ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের দায়িত্বে এসেছেন গিল। ফলে ভারতীয় টি-টোয়েন্টি দলে তিনি ফিরে এলে ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এশিয়া কাপে (Asia Cup 2025) অধিনায়ক এবং সহ অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেতে পারেন তিনি। উল্লেখ্য এখনও পর্যন্ত ভারতের হয়ে গিল ২১ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৭৮ রান সংগ্রহ করেছেন।