দুরন্ত চাল KKR 'এর, আইপিএলে প্রতারিত এই তারককে দলে দিলো এন্ট্রি !! 1

কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছে। ফলে প্রতি বছর তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামার চেষ্টা করে। এই দলের হয়ে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) থেকে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতো তারকা ক্রিকেটার নেতৃত্বের দায়িত্ব সামলেছেন। এই বছর আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) নাইট বাহিনীদের অধিনায়কের দায়িত্ব সামলাতে দেখা গেছে। কিন্তু তিনি সফলভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ফলে কর্মকর্তারা ২০২৬ আইপিএলের (IPL 2025) আগে নতুন অধিনায়কের খোঁজে মাঠে নেমে পড়েছে। নাইটদের নতুন অধিনায়কের বিষয় এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: চন্দ্রকান্ত পন্ডিতের পদত্যাগের পর সামনে এলো KKR’এর নতুন প্রধান কোচের নাম, প্রাক্তন অধিনায়ক পাচ্ছেন দায়িত্ব !!

ধারাবাহিকভাবে ব্যর্থ-

দুরন্ত চাল KKR 'এর, আইপিএলে প্রতারিত এই তারককে দলে দিলো এন্ট্রি !! 2
Ajinkya Rahane | Images: Getty Images

গত বছর আইপিএলে (IPL 2025) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। তবে এই বছর মেগা নিলামের মধ্যে দিয়ে শ্রেয়স (Shreyas Iyer) পাঞ্জাব কিংসে (Punjab Kings) যোগদান করেন। এরপর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ওপর নাইট বাহিনীদের (KKR) দায়িত্ব দেওয়া হয়। তিনি ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্মেন্স করলেও অধিনায়ক হিসেবে প্রভাব ফেলতে পারেননি। রাহানের তত্বাবধানে লিগ পর্বে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয় কেকেআর (KKR)।

তবে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) টুর্নামেন্টে ১৩ ম্যাচে ৩৯০ রান সংগ্রহ করেন। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নরা এই বছর টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে না পারায় হতাশ হয়েছেন ভক্তরা। দলের কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে। এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) পদত্যাগ করেছেন। ফলে ২০২৬ আইপিএলের আগে নাইট শিবিরে নতুন প্রধান কোচের সঙ্গে নতুন অধিনায়ক আসতে চলেছে বলে এবার খবর সামনে উঠে এলো।

অধিনায়ক হিসেবে আসছেন রাহুল-

দুরন্ত চাল KKR 'এর, আইপিএলে প্রতারিত এই তারককে দলে দিলো এন্ট্রি !! 3
KL Rahul | Images: Getty Images

বর্তমানে ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান হলেন কেএল রাহুল (KL Rahul)। তিনি বর্তমানে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই তারকা ব্যাটসম্যান আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) হয়ে দীর্ঘদিন অধিনায়কের দায়িত্ব সামলেছেন। কিন্তু এই দলের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মতপার্থক্য হ‌ওয়ায় এবং রীতিমতো অপমানিত হওয়ার কারণে এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন তিনি। তবে দিল্লি ক্যাপিটালস (DC) কেএল রাহুলকে (KL Rahul) নেতৃত্বের দায়িত্ব দেয়নি।

তারা নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে (Axar Patel) বেছে নেয়। তবে ব্যাট হাতে এই বছর আইপিএল (IPL 2025) জুড়ে বিধ্বংসী ফর্মে ছিলেন রাহুল (KL Rahul)। তিনি একাই ১৩ ম্যাচে ৫৩৯ রান সংগ্রহ করেছেন। একটি দুরন্ত শতরান পর্যন্ত হাঁকান তিনি। এবার এই তারকা ব্যাটসম্যানকে নতুন অধিনায়ক হিসেবে দলে নিয়ে আসতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইতিমধ্যেই সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) রাহুলের (KL Rahul) সঙ্গে কথাবার্তা শুরু করেছেন বলে খবর সামনে এসেছে। অভিষেক জাতীয় দলের কোচ থাকাকালীন এই তারকা ব্যাটসম্যানের সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সূত্র অনুযায়ী ২৫ কোটি টাকা পর্যন্ত রাহুলকে প্রস্তাব দিয়ে রেখেছে কেকেআর (KKR)।

Read Also: ওভালে মেজাজ হারালেন গৌতম গম্ভীর, মাঠকর্মীদের সাথে তুমুল বাগ্‌বিতণ্ডা ভারতীয় কোচের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *