মিনি নিলামের আগেই নতুন অধিনায়ক ঘোষণা কলকাতার, কেএল রাহুল আসছেন দায়িত্বে !! 1

এই বছরের ডিসেম্বরে ২০২৬ আইপিএলের (IPL 2026) নিলাম অনুষ্ঠিত হওয়ার খবর সামনে এসেছে। তার আগেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে হাঁটতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। একাধিক তারকা ক্রিকেটারদের দল ছাড়ার গুঞ্জন ইতিমধ্যেই চর্চায় রয়েছে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) যাওয়ার রাস্তা কার্যত সময়ের অপেক্ষা।

এর মধ্যে কলকাতার নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে দীর্ঘ জল্পনা এখনও অব্যাহত রয়েছে। আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নেতৃত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ায় এবার কর্মকর্তারা ভেবেচিন্তে পদক্ষেপ নিতে চলেছেন। এবার কেএল রাহুলের (KL Rahul) নাইট শিবিরে যোগদান করার খবর সামনে এল।

Read More: ট্রফি হাতে বিদায়, বিশ্বকাপ জয়ের পরই অবসরের ঘোষণা হারমানপ্রীতের !!

কলকাতার নেতৃত্বে রাহুল-

Kl rahul, ipl 2025 রাহুল
KL Rahul | Image: Getty Images

এই মুহূর্তে ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান কেএল রাহুল। তিনি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই দলের হয়ে তাকে নেতৃত্বের দায়িত্ব পর্যন্ত সামলাতে দেখা গিয়েছিল। এরপর ২০২৫ আইপিএলের (IPL 2025) মেগা নিলামে ১৪ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস রাহুলকে দলে নেয়। এই মরসুমে দিল্লির হয়ে ১৩ ম্যাচে ৫৩৯ রান সংগ্রহ করেন এই তারকা। তার ব্যাট থেকে একটি দুরন্ত শতরান পর্যন্ত এসেছিল।

তবে আগামী মরসুমে তাকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে বলে খবর সামনে আসছে। সূত্র অনুযায়ী দিল্লির সঙ্গে নাইট কর্মকর্তারা বর্তমানে চূড়ান্ত কথাবার্তা চালাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই রাহুলের দল বদলের বিষয়টিতে অফিশিয়ালি প্রকাশ পাবে। এই তারকা ব্যাটসম্যান কলকাতায় এলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন বলে জানা যাচ্ছে। এর সঙ্গেই উইকেটকিপার এবং ওপেনারের ভূমিকাতেও তিনি নিজের অবদান রাখবেন।

হারাতে হতে পারে রিঙ্কু’কে-

মিনি নিলামের আগেই নতুন অধিনায়ক ঘোষণা কলকাতার, কেএল রাহুল আসছেন দায়িত্বে !! 2
Rinku Singh | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালস কেএল রাহুলের মতো তারকাকে ছাড়ার জন্য ট্রেডের মাধ্যমে একজন তারকা ব্যাটসম্যানকে চাইছে। সূত্র অনুযায়ী রিঙ্কু সিং (Rinku Singh)’এর মতো তারকাকে পরিবর্ত হিসেবে দলে নিতে চাইছে। রিঙ্কু কেকেআর থেকে গত কয়েক বছরে নিজের পরিচয় তৈরি করেছেন। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ফিনিশার হিসাবে ধারাবাহিকতা দেখিয়েছেন এই তারকা। আইপিএলে তার ৫৯ ম্যাচে ১০৯৯ রান সংগ্রহে রয়েছে।

অন্যদিকে অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuwanshi) দিকেও দিল্লি ক্যাপিটালসের কর্মকর্তাদের বিশেষ নজর রয়েছে। এই তরুণ ব্যাটসম্যান‌ও দুরন্ত ছন্দে রয়েছেন। এই বছর আইপিএলে ১২ ম্যাচে তিনি ৩০০ রান সংগ্রহ করেন। এই টুর্নামেন্টে ২২ ম্যাচে ৪৬৩ রান তুলে নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য আসন্ন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে আইপিএলের (IPL) মিনি নিলাম অনুষ্ঠিত হ‌ওয়ার সম্ভবনা রয়েছে।

Read Also: ডিল ফাইনাল, KKR-এ এন্ট্রি নিচ্ছেন গৌতম গম্ভীরের ‘চোখের বিষ’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *