দল ঘোষণা হতেই বাদ পড়লেন KL রাহুল, একটি ম্যাচেও পাবেন না সুযোগ !! 1

চলতি মাসেই বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। দুটি টেস্ট ম্যাচ দিয়েই এই সিরিজের সূচনা করতে চলেছে টিম ইন্ডিয়া। চেন্নাইতে প্রথম টেস্টের জন্য আলাদা ভাবে স্কোয়াড ঘোষণা করেছে BCCI। আর এই স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে দলে এন্ট্রি পেয়েছেন কেএল রাহুল (KL Rahul)। তবে দলে সুযোগ পেলেও শান্তি নেই রাহুলের, স্কোয়াড ঘোষণা হওয়া মাত্রই ছিটকে গেলেন দল থেকে।

টেস্ট দল থেকে বাদ পড়ছেন রাহুল

Kl rahul
KL Rahul | Image: Twitter

প্রসঙ্গত, ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) বাদ পড়লেন দলীপ ট্রফির মঞ্চ থেকে। মূলত রাহুল সহ বেশ কয়েকজন খেলোয়াড়দের এই দলীপ ট্রফিতে অংশ নিতে দেখা গিয়েছে যারা বাংলাদেশ সিরিজে সুযোগ পেয়েছেন। কেএল রাহুল, শুভমান গিল, ধ্রুব জুড়েল, সরফরাজ খান, ঋষভ পন্থ, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব প্রমুখ প্লেয়াররা অংশ নিয়েছিলেন দলীপ ট্রফির জন্য। পাশাপশি, আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজেও ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন এই খেলোয়াড়রা। যে কারণে দলীপ ট্রফির পরবীর্ত ম্যাচ গুলি খেলতে পারবেন না কেউই।

দলীপ ট্রফির প্রথম ম্যাচটি শুরু হয়েছিল ৫ সেপ্টেম্বর থেকে দুটি ম্যাচে পরিসমাপ্তি ইতিমধ্যে ঘটেছে। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচ শুরু হতে চলেছে আগামী ১২ সেপ্টেম্বর থেকে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে যে কারণে রাহুলদের দলীপ ট্রফিতে আর খেলতে দেখা যাবে না। গতবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহুল। চোটের কারণে সিরিজের মাঝপথেই বিদায় নিতে হয়েছিল তাকে।

দলীপ ট্রফির বাঁকি ম্যাচ খেলবেন না রাহুল

Kl rahul
KL Rahul | Image: Twitter

সদ্য সমাপ্ত হওয়া দলীপ ট্রফির প্রথম ম্যাচে ভালো ছন্দে দেখা গিয়েছে রাহুলকে। দুই ইনিংস মিলিয়ে ৯৪ রান বানিয়েছেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রকাশিত হওয়া স্কোয়াডে একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাকে খেলতে দেখা যাবে। ২০২৩-২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই বক্সিং ডে টেস্টে রাহুল টেস্ট ফরম্যাটে তার শেষ শতরানটি হাঁকিয়েছেন।

রাহুল টেস্ট ক্রিকেটে ভারতের নির্ভরশীল ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। তবে, তার ধারাবাহিক ভাবে খারাপ পারফরমেন্সের জন্য টেস্ট দলে থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন ভূমিকায় দেখা গিয়েছিল রাহুলকে। প্রোটিয়া সফরে মিডিল অর্ডারে নিজেকে প্রমাণ করেছিলেন রাহুল। তাই, আবার তাকে বাংলাদেশ সিরিজে খেলতে দেখা যাবে, সূত্রের খবর অনুযায়ী সারফারাজ খানের বদলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে দেখা যাবে কে এল রাহুলকে।

Read Also: KL Rahul: LSG মালিকের মুখে ঝামা ঘষলেন KL রাহুল, মুখের ওপর বললেন ‘খেলবো না তোমাদের দলে’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *