ভারতীয় দলে জায়গা করে নেওয়ার বিষয়ে অসংখ্য তরুণ প্রতিভাবান ক্রিকেটার লড়াইয়ে এগিয়ে রয়েছেন। এই কারণে সাম্প্রতিক সময় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া আর কোনো তারকাই ৩ ফরম্যাটে ধারাবাহিকভাবে সুযোগ পান না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য বাছাই করা দলেও একাধিক নতুন মুখ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর কামব্যাক করেছেন ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তারকা।
অন্যদিকে তিলক বর্মার (Tilak Varma) চোটের কারণে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে সুযোগ পেলেও তিনি একাদশে জায়গা করে নিতে পারছেন না। আইপিএলে (IPL 2026) দুরন্ত ফর্মে থাকলেও দীর্ঘদিন টি-টোয়েন্টি দলে নিজের জায়গা করে নিতে পারছেন না কেএল রাহুলও (KL Rahul)। এবার তিনি নিজের অবসরের বিষয় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
Read More: বিশ্বকাপের কোনো ম্যাচ সম্প্রচার করবে না বাংলাদেশ, ICC’এর চরম অপমানের দিচ্ছে জবাব !!
টি২০ দলে পাচ্ছেন না সুযোগ-

কেএল রাহুল ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাকে একদিনের ফরম্যাটে ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গায় দলকে ভরসা দিতে দেখা গেছে। ওপেনার থেকে ফিনিশার সবরকম ভূমিকায় নিজেকে প্রমাণ করেছেন এই তারকা। সম্প্রতি সময় দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে গিলের অনুপস্থিতিতে একদিনের সিরিজে সফলভাবে নেতৃত্বে দায়িত্ব সামলেছেন রাহুল।
আইপিএলের (IPL 2026) মঞ্চেও তাকে প্রতি বছর ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা যায়। শেষ মরসুমে একটি দুরন্ত শতরানের সঙ্গে ১৩ ম্যাচে ৫৩৯ রান তুলে নেন। কিন্তু জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারছেন না। এই ফরম্যাটে শেষবার ২০২২ সলে ইংল্যান্ডের বিপক্ষে দেশের জার্সিতে মাঠে নামিয়েছিলেন।
অবসর নিয়ে রাহুলের মন্তব্য-

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলেও কেএল রাহুল নিজের জায়গা করে নিতে পারেননি। এই আবহে এবার নিজের অবসরের বিষয়ে মতামত প্রকাশ করলেন তিনি। কেভিন পিটারসেনকে (Kevin Pietersen) দেওয়া এক সাক্ষাৎকার এই তারকা ব্যাটসম্যান বলেন, “অবসর নেওয়া আমার জন্য কোনো কঠিন বিষয় হবে না। অবসরের সময় এলে সৎ মনোভাব নিয়ে নিজে থেকেই সরে যেতে হবে। অবসরের সিদ্ধান্তকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমার অবসরের জন্য মনে হয় এখনও কিছু সময় বাকি আছে।”
রাহুল (KL Rahul) আরও বলেন, “আমি দলের জন্য সম্ভবত অতটা গুরুত্বপূর্ণ নই। আমি মনে করি এটাই কঠিন লড়াই। আমি অনেকবার চোটের মুখে পড়েছি। ফিরে আসা আমার জন্য খুবই কঠিন ছিল। মস্তিষ্ক বলেছে খেলা ছেড়ে দাও। কিন্তু মন সবসময় খেলার জন্য অনুপ্রেরণা দিয়েছে।” উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ৬৭ টেস্ট ম্যাচে ৪০৫৩ রান সংগ্রহ করেছেন। এছাড়াও ৯৪ টি ওডিআই ম্যাচে ৩৩৬০ রান এবং ৭১ টি টি-টোয়েন্টি ম্যাচে তুলে নিয়েছেন ২২৬৫ রান।