IPL 2025: এই বছর মেগা নিলামের ফলে আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলিতে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ফলে অনেক তারকা ক্রিকেটার তার পুরনো দলের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করছেন। গতকাল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে দিল্লি ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। কেএল রাহুল (KL Rahul) ব্যাট হাতে নিজের পুরনো দল লখনউয়ের বিপক্ষে বিধ্বংসী ফর্মে ছিলেন। এর সঙ্গেই তিনি ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) দিয়েছেন যোগ্য জবাব। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
Read More: KKR এর দুর্দশা কাটাতে এক মাত্র ভরসা যুবরাজ সিং, যোগ দিচ্ছেন ব্যাটিং কোচ রূপে !!
কেএল রাহুলের যোগ্য জবাব-

২০২২ সাল থেকে গত বছর পর্যন্ত কেএল রাহুল (KL Rahul) লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ হেরে যাওয়ার পর কেএল রাহুল (KL Rahul) এবং দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) একটি বিতর্কিত ভিডিও সামনে আসে। ভিডিওটিতে দেখা গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মধ্যেই হারের জন্য অধিনায়ক রাহুলকে তীব্র ভৎসনা করছেন। যা নিয়ে সেই সময় ক্রিকেট মহলের রীতিমত হইচই পড়ে যায়। রাহুল (KL Rahul) এই বছর মেগা নিলামের মধ্যে দিয়ে দিল্লি ক্যাপিটালসে (DC) যোগ দিয়েছেন। গতকাল লখনউয়ের বিপক্ষে তিনি ব্যাট হাতে জ্বলে উঠে দলকে দুরন্ত জয় এনে দেন। এরপর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) কেএল রাহুলের সঙ্গে হ্যান্ডশেক করতে এগিয়ে আসেন। ভারতীয় তারকা ব্যাটসম্যান হ্যান্ডশেক করলেও লখনউয়ের মালিকের সঙ্গে কোনো কথা বলেননি। সঞ্জিব গোয়েঙ্কা কথা বলার চেষ্টা করলেও নিরাশ হন। তিনি রাহুলের দিকে অনেক আশা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন। এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভাইরাল ভিডিও-
রাহুলের দুরন্ত অর্ধশতরান-

গতকাল লখনউ সুপার জায়ান্টস প্রথম ইনিংসে এইডেন মার্করাম (Eiden Markram) এবং মিচেল মার্শের (Mitchell Marsh) দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দিল্লির হয়ে মুকেশ কুমার (Mukesh Kumar) একাই ৪ টি উইকেট সংগ্রহ করে নিয়েছিলেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে দিল্লির হয়ে ওপেনিং করতে নেমে অভিষেক পোরেল (Abhishek Porel) দুর্দান্ত অর্ধশতরান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর কেএল রাহুল (KL Rahul) ৪২ বলে ৫৭ রানে অপরাজিত থেকে দলকে ৮ উইকেটে জয় এনে দেন। তার ব্যাট থেকে আসে ৩ টি ছয় এবং ৩ টি চার। এর ফলে দিল্লি ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো।