ভালো খেলেও টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) জায়গা হবে না সঞ্জু স্যামসনের (Sanju Samson)। বেশ কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছে সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে নির্বাচিত করা হবে (KL Rahul)। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের এই দুই প্রতিভাবান উইকেট রক্ষক ব্যাটসম্যান। আসন্ন বিশ্বকাপকে প্রাধান্য দিয়েই ভারতীয় নির্বাচকরা অনন্য ভূমিকা নিয়ে দলের গঠন করতে চলেছে। আইপিএল শুরুর আগে থেকেই বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের রোডম্যাপ এর বিষয়ে মন্তব্য করে তিনি তখন বলেন যে যেহেতু ভারতীয় দল বিশ্বকাপের আগে কোন প্রকার টি-টোয়েন্টি সিরিজ খেলবে না সেই শর্তে ভারতীয় দলের নির্বাচন হবে এই আইপিএলের উপরেই ভিত্তি করেই।
বিশ্বকাপ দলে সুযোগ পাবেন না সঞ্জু স্যামসন

আইপিএলের ভিত্তিতে বিশ্বকাপ ২০২৪’এর (T20 World cup 2024) দল গঠন হলে সুযোগ পাওয়ার অন্যতম যোগ্য দাবিদার হলেন সঞ্জু। যদিও বেশ কয়েকটি সূত্র থেকে এটাই জানা গিয়েছে যে আসন্ন বিশ্বকাপে দেওয়া হবে না তাকে কোনো সুযোগ। বিসিসিআইয়ের এক সূত্রের খবর থেকে জানা গিয়েছে, “লোকেশ রাহুল বর্তমানে বেশ ভাল ফর্মে রয়েছেন। ২০২৩ এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের মঞ্চে তার প্রদর্শন ছিল খুবই ভালো, তাছাড়া রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকাতে এবং চলতি আইপিএলে যেভাবে তিনি প্রদর্শন দেখাচ্ছেন ও দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে মুগ্ধ হয়েছেন নির্বাচকরা। তাই সঞ্জুর আগে রাহুলকে দলে সুযোগ পেতে দেখা যাবে।”
আরও পড়ুন | পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গৌতম গম্ভীরের মাস্টারপ্ল্যান, এই পুরানো অস্ত্রকে দিচ্ছেন শান !!
আইপিএলে সঞ্জু ও রাহুলের প্রদর্শন

অন্যদিকে সঞ্জু স্যামসনও দলের হয়ে বেশ ভালো প্রদর্শন দেখাচ্ছছে। চলতি আইপিএলে সঞ্জু ৮ ম্যাচে ৬২.৮ গড়ে ও ১৫২.৪৩ স্ট্রাইক রেটে ৩১৪ রান বানিয়েছেন এবং রাহুল ৮ ম্যাচে ৩৭.৭৫ গড়ে ও ১৪১.১২ স্ট্রাইক রেটে ৩০২ রান বানিয়েছেন। দুই প্লেয়ারের পারফরমেন্স সম সংখক থাকলেও নির্বাচকদের প্রথম পছন্দ হলেন রাহুল। আসন্ন বিশ্বকাপে সঞ্জুকে প্রথম ১৫ জনের দলে দেখা না গেলেও তাকে ব্যাকআপ উইকেটকিপার হিসাবে দেখা যাবে। এপ্রিল মাসের শেষের দিকে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় স্কোয়াড প্রকাশ হবে।