IND vs WI: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনটা একেবারেই ঘটনাবহুল কেটেছে। সকালে বল হাতে দাপট দেখিয়েছিল ভারতীয় বোলাররা। তার পরেই দ্বিতীয় সেশন থেকে ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখাতে থাকে। আর বিকেলে ব্যাট হাতে স্টার ক্রিকেটার কেএল রাহুলের (KL Rahul) মধ্যে দেখা গিয়েছিল এক বিরল রাগের ঝলক। শুরুতে ব্যাটিং করতে এসে বেশ ভালো প্রদর্শন দেখিয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি আউট হওয়ার পর ইনিংস সামলানোর দায়িত্ব গিয়ে পড়ে কেএল রাহুল (KL Rahul) এবং সাই সুদর্শনের (Sai Sudharsan) কাঁধে।
ইংল্যান্ড সিরিজে সেভাবে প্রতিভার প্রমান দেননি সুদর্শন। তাকে প্রথম দিনেও (IND vs WI) কিছুটা নড়বড়ে মনে হচ্ছিল। এরপর, ২৪তম ওভারে ঘটে এক অস্বস্তিকর মুহূর্ত। ব্যাট হাতে সুদর্শন ব্যাকফুটে গিয়ে মিড-উইকেট অঞ্চলের দিকে বল মেরে রান নেওয়ার চেষ্টা করেন এবং সেই তাকে সাড়াও দিয়েছিলেন রাহুল। কিন্তু হঠাৎ করেই থেমে যান সুদর্শন। অপরপ্রান্তে রান আউট হতে গিয়ে বেঁচে যান রাহুল। অল্পের জন্য রান আউটের হাত থেকে বেঁচেছিলেন রাহুল। যার পর সুদর্শনের উপর মেজাজ হারিয়ে ফেলেন তিনি। বেশ কিছুক্ষণ জুড়েলের (Run out chance) দিকে তাকিয়ে রইলেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছিল, আচমকা হওয়া এই ঘটনায় তিনি রেগে গিয়েছিলেন।
Read More: ট্রফি জয় থেকে বিক্রির পথে! ১৭,৭৬২ কোটিতে বদলে গেল RCB’র মালিকানা !!
সুদর্শনের উপর মেজাজ হারান রাহুল

সেই চাপ কাটিয়ে উঠতে না পেরেই সুদর্শন দ্রুত প্যাভিলিয়নে ফেরেন (Poor form continues)। মাত্র ৭ রান বানিয়ে আউট হন তিনি। রোস্টন চেজের বলে এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইংল্যান্ডে ব্যার্থতার পর ভারতের মাটিতেও সেভাবে ছন্দে ছিলেন না তিনি। তবে, রাহুল নিজের অভিজ্ঞতা দিয়ে দারুণভাবে ইনিংস গড়তে থাকেন। লাল বলের ফর্ম ধরে রেখে তিনি তুলে নেন শতরান। দ্বিতীয় দিনে ভারতের পক্ষ থেকে শতরান হাঁকান কেএল রাহুল, ধ্রুব জুড়েল ও রবীন্দ্র জাদেজা। তাছাড়া অর্ধশতরান বানিয়েছিলেন ক্যাপ্টেন শুভমান গিল। শুরুতেই ৩৬ রানে উইকেট হারান জয়সওয়াল। আপাতত, ২৫০’এর বেশি রানে এই টেস্টে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।