ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় টেস্ট দলে একাধিক পরিবর্তন দেখা গিয়েছিল। ফলে মনে করা হচ্ছিল এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তার আগে এবার বিসিসিআই (BCCI) গুরুত্বপূর্ণ ২০ ওভারের দল বাছাই করে রীতিমতো চমক দিল।
আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এশিয়া কাপের জন্য ভারতীয় দল প্রকাশ করা হয়েছে। দলে একাধিক পরিবর্তন দেখা গেছে। কিন্তু কেএল রাহুল (KL Rahul) আবারও এই ফরম্যাটে জায়গা করে নিতে পারলেন না। এর ফলে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার প্রায় শেষ বলেই মনে করা হচ্ছে।
Read More: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!
এশিয়া কাপ থেকে বাদ রাহুল-

আজ বিসিসিআই (BCCI) আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের গুরুত্বপূর্ণ দল প্রকাশ করেছে। প্রকাশিত দল অনুযায়ী আবারও টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করলেন শুভমান গিল (Shubman Gill)। কিন্তু কেল রাহুল (KL Rahul) আবারও ২০ ওভারের দলে জায়গা করে নিতে পারলেন না। এই বছর আইপিএলে (IPL 2025) নতুন দল দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ১৩ ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেটে তিনি সংগ্রহ করেন মোট ৫৩৯ রান। এই বছর তার ব্যাট থেকে একটি দুরন্ত শতরানও এসেছিল।
এরপর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে একের পর এক ভরসাযোগ্য ইনিংস খেলেন কেএল রাহুল (KL Rahul)। এই সিরিজে ৫ ম্যাচে তার ব্যাট থেকে আসে মোট ৫৩২ রান। ফলে ওডিআই এবং টেস্ট দলের সঙ্গে সঙ্গে এই তারকা ব্যাটসম্যান টি-টোয়েন্টি দলেও ফিরে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ অবশ্যই আমি টি-টোয়েন্টি দলে ফিরে আসতে চাই। বিশ্বকাপ আমার মাথায় রয়েছে। এখন শুধু খেলাটা উপভোগ করছি আমি।”
টি-টোয়েন্টি দলের জন্য দরজা বন্ধ-

কেএল রাহুল (KL Rahul) শেষ ভারতীয় দলের হয়ে ২০ ওভারের ক্রিকেটে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নেমেছিলেন। তারপর দীর্ঘ সময় এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে জায়গা পাননি। এবার আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) দলের বাইরে থাকার কারণে মনে করা হচ্ছে নির্বাচকরা আর রাহুলের বিষয়ে ভাবনাচিন্তা করছেন না। ভবিষ্যতেও তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন না বলেই বিশেষজ্ঞরা উল্লেখ করছেন।
প্রসঙ্গত এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত ভারতের হয়ে ৭২ টি টি-টোয়েন্টি ম্যাচে ২২৬৫ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে এই বছর আইপিএলে (IPL 2025) দুরন্ত ফর্মে থাকার পরেও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারলেন না। এই বছর আইপিএলে ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেছিলেন এই তারকা ব্যাটসম্যান। দেশের হয়ে তার ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচে ১১০৪ রান সংগ্রহে আছে।