কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলের ইতিহাসে অন্যতম সফল একটি দল হিসেবে ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছে। গত বছর তারা টুর্নামেন্টে ট্রফি জয় করে চ্যাম্পিয়ন হয়। কিন্তু এই বছর প্লে অফে পৌঁছাতে পারিনি নাইট বাহিনী। নতুন অধিনায়ক হিসাবে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ব্যাট হাতে এই বছর আইপিএলে লড়াই চালিয়েছিলেন। কিন্তু দলে ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে তাকে সমালোচনার মুখে পড়তে হয়। ফলে আগামী মরসুমের জন্য এবার নতুন অধিনায়ক দলে আনার পরিকল্পনা শুরু করে দিয়েছেন নাইট কর্মকর্তারা। এমন একজন অধিনায়ককে এবার বাছা হচ্ছে যার সঙ্গে কলকাতার নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন ট্রফি জয়ী অধিনায়কদের মিল রয়েছে।
Read More: নরেন্দ্র মোদীর বার্তা আসতেই বন্ধ এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ, বয়কটের ঘোষণা তারকাদের !!
এই সমীকরণে হবে বাজিমাত-

কলকাতা নাইট রাইডার্স (KKR) এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে তিনবার ট্রফি জয় করেছে। দুবার ট্রফি এসেছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরে। তিনি কলকাতাকে ২০১২ সালে এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগে দিল্লি ডেয়ারডেভিলসের (Delhi Daredevils) (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন গম্ভীর। অন্যদিকে ২০২৪ আইপিএলে (IPL 2024) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (KKR)।
এই তারকা ব্যাটসম্যানও এক সময় দিল্লি ডেয়ারডেভিলসের (Delhi Daredevils) (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আগামী মরসুমের জন্য কেএল রাহুলকে (KL Rahul) কলকাতার নাইট রাইডার্সের (KKR) নতুন অধিনায়ক হিসেবে নিয়ে আসার জন্য আলোচনা শুরু হয়েছে। রাহুলও বর্তমানে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে যুক্ত আছেন। তাকে এই দলের অধিনায়ক হিসাবেও প্রস্তাব দেওয়া হয়েছিল। ফলে কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বিশেষ মিল রয়েছে। তাই মনে করা হচ্ছে কেএল রাহুলের (KL Rahul) হাত ধরে কলকাতার পরবর্তী ট্রফি আসতে পারে।
দুরন্ত ফর্মে রয়েছেন রাহুল-

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামে ১৪ কোটি টাকার বিনিময়ে কেএল রাহুলকে (KL Rahul) দলে নেয় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তাকে এই দলের হয়ে অধিনায়কত্ব করার জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি ফিরিয়ে দেন। তবে অক্ষর প্যাটেলের নেতৃত্ব টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। একটি দুরন্ত শতরানের সঙ্গে ১৩ ম্যাচে মোট ৫৩৯ রান সংগ্রহ করেন রাহুল (KL Rahul)। এরপর ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে জায়গা পান এই তারকা ব্যাটসম্যান।
বর্তমানে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভরসা দিচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। তিনি এই সিরিজে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৫২৫ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। এখনও পর্যন্ত ইংলিশ বাহিনীদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ২ টি শতরান এবং ২ টি অর্ধশতরান।