IPL 2024, gautam gambhir
Andy Flower and Gautam Gambhir | Image: Getty Images

KKR: আইপিএলে (IPL 2023) আবির্ভাবের পর দু’টি মরসুম কেটে গিয়েছে। দু’বারই প্লে-অফে উঠলেও ট্রফি হাতে ওঠেনি গম্ভীর-রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (LSG)। আগামী মরসুমে কোচের বদল করে হবে। অ্যান্ডি ফ্লাওয়ারকে আর রাখা হবে না এলএসজির শিবিরে। দলের কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার জাস্টিন লাঙ্গার  (Justin Langer)। অজি দলের সঙ্গে যুক্ত থাকা এই কোচ তার ক্যারিয়ারে বেশ সুনাম অর্জনও করেছিলেন। কোচ হিসেবে বেশ সফল ল্যাঙ্গার, অস্ট্রেলিয়ার কোচ হিসেবে তিনি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। এমনকি অ্যাশেজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল। বিগ ব্যাশ লিগেও পার্থ স্কর্চার্সের কোচ হিসেবে তিনবার ট্রফি জিতেছেন লাঙ্গার।

Read More: রাহুল দ্রাবিড় বা VVS লক্ষণ নয়, আশিস নেহরা হবেন টিম ইন্ডিয়ার হেড কোচ, শীঘ্রই নেবেন দায়িত্ব !!

লাঙ্গার হলেন লখনৌ দলের কোচ

Justin Langer, kkr
Justin Langer | Image: Getty Images

অন্যদিকে, প্রাক্তন জিম্বাবুয়ের ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বে লখনৌ দল সফল হতে না পারলেও সফলতার একেবারেই কাছে ছিলেন। নতুন দল হিসেবে, ২০২২ আইপিএলে প্রথম বারের জন্য আবির্ভাব ঘটে লখনৌ দলের। তবে দুইবার ই এলিমিনেটর ম্যাচে পরাস্ত হতে হয় লখনৌ দলকে। ২০২২ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ও ২০২৩ সালে আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছেই এলিমিনেটর ম্যাচে পরাজিত হতে হয়েছিল লখনউ সুপারজায়ান্টসকে (LSG)। সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন অজি ওপেনার ও কোচ জাস্টিন লাঙ্গারকে দায়িত্ব দেওয়ার পর ভারতের উত্তরের রাজ্যের আইপিএল দলগুলো কথা বলছে জিম্বাবুয়ের তারকা ফ্লাওয়ারের সাথে।

কলকাতার কোচ হবেন ফ্লাওয়ার

Andy Flower, kkr
Andy Flower | Image: Getty Images

আর উত্তর দিকের দুই দল হলো দিল্লি ও পাঞ্জাব। দুই দলই এবছর একেবারেই পারফরমেন্স দেখাতে হয়েছিল ব্যার্থ। নবম স্থানে শেষ হয় দিল্লির যাত্রা ও ত অষ্টম স্থানে শেষ হয় পাঞ্জাবের আইপিএল। অন্যদিকে, তাদের উপরেই ছিল কলকাতা নাইট রাইডার্স দল (KKR)। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা দলের মেন্টর বা কোচ হিসাবে দেখা যেতে পারে ফ্লাওয়ারকে। আসলে, কয়েক দিন আগেই একটি খবর উঠে আসছিল যে, গৌতম গম্ভীর হবেন কলকাতা দলের নতুন কোচ হবেন। কিন্তু তিনি আগামী বছরও লখনৌ দলের সঙ্গে কাটাবেন। যেকারণে তার সতীর্থকে KKR’এর দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Read Also: হার্দিক পান্ডিয়ার জন্য শুরু হচ্ছে খারাপ সময়, MS ধোনির ছত্রছায়ায় বেড়ে উঠেছে তার ‘কাল’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *