IPL 2025: “KKR-কে দুর্বল মনে হচ্ছে…” মরসুম শুরুর আগে মূল্যায়ন সৌরভ গাঙ্গুলীর !! 1

IPL 2025: গত বছরের আইপিএলে (IPL) দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ঝড় তুলেছিলো বেগুনি-সোনালী বাহিনী। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীরদের যাবতীয় পরিকল্পনা সঠিক ভাবে মাঠে রূপায়ন করেছিলেন খেলোয়াড়রা। কোনো এক বা দু’জনের ব্যক্তিগত ক্যারিশ্মায় ম্যাচ জেতার চেষ্টা না করে দলগত সাফল্যের লক্ষ্যে মাঠে নেমেছিলো বেগুনি-সোনালী শিবির। ফলাফলও মিলেছিলো হাতেনাতে। লীগ পর্বে অন্য সবক’টি দলকে পিছনে ফেলে সর্বোচ্চ পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলো নাইট রাইডার্স (KKR)। কোয়ালিফায়ার ম্যাচেও তাদের সামনে টিকতে পারে নি প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। চেপকের ফাইনালে আরও একবার ‘অরেঞ্জ আর্মি’কেই হেলায় হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছিলো ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজি। অবসান হয়েছিলো দশ বছরের প্রতীক্ষার।

Read More: IPL 2025 KKR vs RCB: নতুন ভূমিকায় রিঙ্কু-ভেঙ্কটেশ, উদ্বোধনী ম্যাচে নাইট একাদশে নেই ট্রফি জয়ের অন্যতম নায়ক !!

KKR-কে ‘দুর্বল’ বলছেন মহারাজ-

KKR | Image: Getty Images
KKR | Image: Getty Images

 

২০২৪-এর সাফল্যের পর প্রচুর রদবদলের মধ্যে দিয়ে গিয়েছে নাইট রাইডার্স (KKR) স্কোয়াড। ট্রফি জয়ের নেপথ্য নায়ক গৌতম গম্ভীর মেন্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে ভারতীয় দলের হেড কোচ তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ‘লাকি চার্ম’ গম্ভীরকে (Gautam Gambhir) ধরে রাখতে ‘ব্ল্যাঙ্ক চেক’-এর প্রস্তাবও দিয়েছিলেন দলমালিক শাহরুখ খান। কিন্তু চিঁড়ে ভেজে নি তাতে। বাধ্য হয়েই ‘মেন্টর’ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। দল ছেড়েছেন ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। আর্থিক সমঝোতা হয় নি দুই পক্ষের। ফলে নিলামে নাম লিখিয়েছিলেন তিনি। ২৬ কোটি ৭৫ লক্ষের বিনিময়ে অষ্টাদশতম মরসুমে তিনি যোগ দিয়েছেন পাঞ্জাব কিংসে। এছাড়াও নীতিশ রাণা, ফিল সল্ট, মিচেল স্টার্কদের মত গতবারের প্রথম একাদশের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়েছে কলকাতা।

২০২৫-এ ছয়জন’কে রিটেন করেছিলো নাইটরা (KKR)। মেগা নিলাম থেকে ফেরানো হয়েছে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), রহমানুল্লাহ গুরবাজ, মনীশ পাণ্ডে, অঙ্গকৃষ রঘুবংশীদের। যোগ দিয়েছেন ক্যুইন্টন ডি কক, অনরিখ নর্খিয়াদের মত তারকারাও। নতুন অধিনায়ক করা হয়েছে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। ‘নিউ লুক’ নাইট রাইডার্স (KKR) কি গতবারের সাফল্য ধরে রাখতে পারবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অলিন্দে। আজ উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মুখোমুখি তারা। মরসুম শুরুর ঠিক আগে বেগুনি-সোনালী শিবিরের সাফল্যের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবারের স্কোয়াডের চেয়ে গতবারের ‘চ্যাম্পিয়ন’ দলকেই এগিয়ে রাখলেন তিনি। “এবার কেকেআর দল একটু দুর্বল” সাফ মন্তব্য তাঁর।

দিল্লী দল থেকে বাদ সৌরভ-

Sourav Ganguly | Image: Twitter
Sourav Ganguly | Image: Twitter

 

২০২৩-এর আইপিএল (IPL) থেকে দিল্লী ক্যাপিটালসের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফ্র্যাঞ্চাইজির দুই মালিকগোষ্ঠী জিএমআর গ্রুপ ও জেএসডব্লু গ্রুপের মধ্যে হওয়া নয়া চুক্তি অনুসারে পুরুষদের আইপিএল দলের দায়িত্ব আগামী দুই বছরের জন্য গিয়েছে জিএমআর স্পোর্টসের হাতে। ডায়রেক্টর পদ থেকে সৌরভকে সরিয়ে দিয়েছে তারা। বদলে নিয়োগ করা হয়েছে টিম ইন্ডিয়ার আরেক প্রাক্তনী বেণুগোপাল রাও’কে। নতুন কোচ হিসেবে হেমাঙ্গ বাদানিকে (Hemang Badani) দায়িত্ব দিয়েছে জিএমআর স্পোর্টস। নয়া বোলিং পরামর্শদাতা ও মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে যথাক্রমে মুনাফ প্যাটেল ও কেভিন পিটারসেনকে। দিল্লী’র মহলা দলের দায়িত্ব আপাতত জেএসডব্লু স্পোর্টসের হাতে। তারা ডায়রেক্টর হিসেবে পদে বহাল রেখেছে সৌরভকে। SA20 টুর্নামেন্টের প্রিটোরিয়া ক্যাপিটালসের সাথেও যুক্ত রয়েছেন তিনি।

Also Read: IPL 2025 KKR vs RCB Match Preview: নাইটদের প্রথম ম্যাচেই কালবৈশাখীর ছায়া, বিরাট বাহিনীকে পারবে শুভ শুরুয়াত করতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *