কলকাতা ভক্তদের জন্য সুখবর, ২৫ কোটির বিনিময়ে নাইট শিবিরেই থাকছেন শ্রেয়াস আইয়ার !! 1

২০২৪ সালে দীর্ঘ ১০ বছর বাদে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল শিরোপা জয় লাভ করে। তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা এই সুদিন দেখার সুযোগ পায়। বিগত কয়েকটি মৌসুমে নাইট রাইডার্সের প্রদর্শন ছিল খুবই সাধারণ। তবে গত মৌসুমে ক্যাপ্টেন আইয়ার এবং মেন্টর রূপে গৌতম গাম্ভীরের দুর্দান্ত সংমিশ্রিনে নাইট রাইডার্স পুরো টুর্নামেন্ট জুড়েই বিপক্ষ দল গুলির থেকে অনেকটাই এগিয়ে ছিল।

শ্রেয়সকে ধরে রাখতে চায় KKR

Kkr, shreyas
Shreyas Iyer | Image: Getty Images

বেশ কয়েকটি সূত্রের খবর এটা দাবি জানিয়েছিল যে গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে কিনতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের প্রতিদ্বন্দ্বি ফ্রাঞ্চাইজি। তারপর থেকেই শ্রেয়াসকে নিয়ে শুরু হয় গুজব। তারকা ক্রিকেটার শ্রেয়াস নাকি নিলামে উঠবেন এমনটাও গিয়েছিল শোনা। ২০২২ সালের মেগা নিলামে শ্রেয়াসকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। মোটা টাকা খরচ করেছিল ফ্রাঞ্চাইজি শ্রেয়াসকে দলে শামিল করতে। তাছাড়া, শ্রেয়াসকে দলে শামিল করার পরেই তাকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট।

Read More: IPL 2025: নিলামের আগে ‘হার্দিক’ লাভ মুম্বই শিবিরে, আম্বানি গোষ্ঠীর চক্রান্তের শিকার হলেন ‘হিটম্যান’ !!

কেকেআর আইয়ারকে ধরে না রাখলে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG) এর মতো দলগুলি সম্ভবত তাকে দলে টানতে নিলামের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে। শ্রেয়াসের নেতৃত্বে দীর্ঘ ১০ বছর বাদে নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল খেতাব জয়লাভ করেছিল যেকারণে শ্রেয়াসকে ছাড়তে চাইছে না কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়াস আইয়ার এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা শুরু হয়েছে। নাইট টিম ম্যানেজমেন্ট আশাবাদী শ্রেয়াসকে নিয়ে যে তিনি আগামী মরশুমে কলকাতা দলের হয়েই খেলবেন।

শ্রেয়সের সঙ্গে কথাবার্তা চলছে ম্যানেজমেন্টের

কলকাতা ভক্তদের জন্য সুখবর, ২৫ কোটির বিনিময়ে নাইট শিবিরেই থাকছেন শ্রেয়াস আইয়ার !! 2

রিপোর্ট অনুযায়ী, KKR অবশেষে শ্রেয়াসের সাথে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে। তবে এটাও জানা গিয়েছে যে, ফ্র্যাঞ্চাইজি তারকা ব্যাটারকে তাদের শীর্ষ রিটেন প্লেয়ার হিসাবে বাছাই করছে না। কেকেআরের ঘনিষ্ঠ মহলের সূত্রের খবর অনুযায়ী, “গত শুক্রবার পর্যন্ত, দুই পক্ষের মধ্যে কথা হয়নি। শ্রেয়াস আইয়ার এবং কেকেআর নিয়ে অনেক কথাবার্তা চলছিল কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা বা আইপিএল ধরে রাখার বিষয়ে কোনো আলোচনা করার জন্য দুজন কখনোই মুখোমুখি বসেননি। প্রথম কথোপকথনটি রবিবার হয়েছিল।”

Read Also: IPL 2025: বাদ আইয়ার-রানা, KKR-এর রিটেনশনে ঝুলছে রিঙ্কু-রাসেলের ভাগ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *