IPL 2025: ইডেনে ঘনাচ্ছে কালবৈশাখীর কালো মেঘ, বৃষ্টিতে ভেসে যাবে KKR'র ট্রফি জয়ের স্বপ্ন !! 1

IPL 2025: আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মরণ-বাঁচন ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামতে চলেছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে শেষ ৪ ম্যাচেই জয় তুলে নিতে হবে নাইট বাহিনীদের। অন্যদিকে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) শেষ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। আজও কালবৈশাখীর পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। এইরকম পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিও পরিত্যক্ত হয়ে গেলে সমস্যার মুখে পড়বে কলকাতা।

Read More: IPL 2025: নিষিদ্ধ ড্রাগস নিয়ে নির্বাসিত রাবাডা, ফাঁস আইপিএল অনুপস্থিতির রহস্য !!

স্বপ্নভঙ্গ করতে পারে বৃষ্টি-

IPL 2025: ইডেনে ঘনাচ্ছে কালবৈশাখীর কালো মেঘ, বৃষ্টিতে ভেসে যাবে KKR'র ট্রফি জয়ের স্বপ্ন !! 2
KKR | Images: Getty Images

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রবিবার রাজ্যের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জন্য এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ফলে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের (KKR vs RR) ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এইরকম পরিস্থিতিতে যদি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হয়ে যায় তাহলে সমস্যায় পড়তে হবে নাইট শিবিরকে। ম্যাচ ভেস্তে গেলে দুই দলকেই ১ টি করে পয়েন্ট দেওয়া হবে। এরপর বাকি ৩ ম্যাচে জয় তুলে নিলে কেকেআরের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১৬। সেই ক্ষেত্রে তখন নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে প্রতিটি ম্যাচে বড়ো ব্যবধানে জয় তুলে নিলেও কঠিন সমীকরণের মধ্যে দিয়ে যেতে হবে কলকাতাকে (KKR)। এই কারণেই আজকের ম্যাচটি সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নাইটদের জয় পাওয়া প্লে অফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস-

IPL 2025: ইডেনে ঘনাচ্ছে কালবৈশাখীর কালো মেঘ, বৃষ্টিতে ভেসে যাবে KKR'র ট্রফি জয়ের স্বপ্ন !! 3
Images: Google Weather

আজ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের (KKR vs RR) ম্যাচ শুরু হওয়ার সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে ৪০ শতাংশ। ফলে বৃষ্টিপাত ম্যাচে প্রভাব ফেলতে পারে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার দিকে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাবে বলে জানা যাচ্ছে। ম্যাচ চলাকালীন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৫ শতাংশ। এই সময় বাতাস বইবে ঘন্টায় ১১ কিমি বেগে।

কেকেআরের চোট সমস্যা-

IPL 2025: ইডেনে ঘনাচ্ছে কালবৈশাখীর কালো মেঘ, বৃষ্টিতে ভেসে যাবে KKR'র ট্রফি জয়ের স্বপ্ন !! 4
Ajinkya Rahane | Images: Getty Images

শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় হাতের আঙুলে গুরুতর চোট পান আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই চোটের কারণে তিনি মাঠের বাইরে চলে যায়। দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দিয়ে দিল্লির বিপক্ষে দুরন্ত জয় এনে দেন সুনীল নারিন (Sunil Narine)। অন্যদিকে সূত্র অনুযায়ী এই চোটের কারণে আজ রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে একাদশে থাকবেন না রাহানে। এর ফলে অনেকটাই চাপের মুখে পড়তে চলেছে কলকাতা। কারণ সফলভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাহানে (Ajinkya Rahane) ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। তার না থাকা নাইটদের জন্য অনেক বড়ো ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

কলকাতা নাইট রাইডার্স

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন (অধিনায়ক), মনিশ পান্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল, অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী‌

ইম্প্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ম‌‌ঈন আলী

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরান হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল

ইম্প্যাক্ট প্লেয়ার- ফজলহক ফারুকী/তুষার দেশপান্ডে

Read Also: ৬,৬,৬,৬,৬,৬.., CSK-র বিরুদ্ধে রোমারিও শেফার্ডের নতুন রেকর্ড, দ্রুততম অর্ধশতরান বানিয়ে তৈরি করলেন ইতিহাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *