KKR vs RCB Stats Review: উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে রেকর্ড বিরাটের, দলগতভাবেও নজির গড়লো RCB!! 1

IPL 2025: গতকাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেলো এই বছরের আইপিএল। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে যাত্রা শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। উদ্বোধনী ম্যাচে নাইট বাহিনী ঘরের মাঠে প্রথম ইনিংসে ব্যাট করে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আরসিবির (RCB) হয়ে বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিল সল্ট (Phil Salt) ভয়ঙ্কর হয়ে ওঠেন। এই দুই তারকা ব্যাটসম্যান দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এর ফলে ৭ উইকেটে জয় তুলে নিয়ে বেঙ্গালুরুকে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট এনে দেন অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। এর সঙ্গেই গতকাল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) হাইভোল্টেজ ম্যাচে আইপিএলের একাধিক রেকর্ড তৈরি হয়েছে।

এক নজরে KKR vs RCB ম্যাচের রেকর্ডগুলি-

দুরন্ত ব্যাটিংয়ে বিরাট কোহলির রেকর্ড-

গতকাল দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি (Virat Kohli) আরসিবির হয়ে ফিল সল্টের (Phil Salt) সঙ্গে ওপেনিং করতে নামেন। দুজনে‌ মিলে ৫১ বলে ৯৫ রানের জুটি গড়েন। ভারতীয় তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছিল ৩৬ বলে অপরাজিত ৫৯ রান। এই উল্লেখযোগ্য ইনিংসে ৩ টি ছয় এবং ৪ টি চার মারেন বিরাট (Virat Kohli)। এর সঙ্গেই তিনি গতকাল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ১০০০ রান পূর্ণ করে রেকর্ড তৈরি করেন। এখনও পর্যন্ত আইপিএলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি (Virat Kohli) টুর্নামেন্টের চারটি দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ১০০০ রান করার নজির স্থাপন করলেন। এর আগে ডেভিড ওয়ার্নার (David Warner) এবং রোহিত শর্মা (Rohit Sharma) আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০০০ রান পূর্ণ করেছিলেন। দেখুন

আইপিএলে বিভিন্ন দলের বিপক্ষে ১০০০ রান‌ পূর্ণ করা ক্রিকেটারদের তালিকা-

৪ টি দলের বিপক্ষে: বিরাট কোহলি vs চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস

২ টি দলের বিপক্ষে: ডেভিড ওয়ার্নার vs কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস

২ টি দলের বিপক্ষে: রোহিত শর্মা vs কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস

১ টি দলের বিপক্ষে: শিখর ধাওয়ান vs চেন্নাই সুপার কিংস

২২ বল বাকি থাকতেই ম্যাচ জয়ের নজির-

গতকাল কলকাতা নাইট রাইডার্সে (KKR) দেওয়া ১৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দেয়। দলের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিল সল্ট (Phil Salt) স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিরাটের ব্যাট থেকে ৩৬ বলে অপরাজিত ৫৯ রান এবং সল্টের ব্যাট থেকে ৩১ বলে ৫৬ রান আসে। এরপর অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar) ১৬ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ফলে ১৬.২ ওভারে ২২ বল বাকি থাকতেই ম্যাচ জয় করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এর আগে গত বছর আইপিএলে আরসিবি ২০১ রান তাড়া করতে নেমে ২৪ বল বাকি থাকতেই গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছিল। এটি ছিল ১৭৫ বা তার বেশি রান তারা করতে নেমে আরিসিবির (RCB) সবচেয়ে দ্রুততম জয়। ফলে গতকাল রজত পাটিদাররা (Rajat Patidar) ১৭৫ বা তার বেশি রান তাড়া করে দলগতভাবে দ্বিতীয় দ্রুততম জয় তুলে নেয়।

দেখুন সর্বোচ্চ বল বাকি থাকতে ১৭৫ বা তার বেশি রান তাড়া করে আরসিবির জয়ের তালিকা-

১) ২৪ বল বাকি থাকতে জয় vs গুজরাট টাইটান্স, আহমেদাবাদ ২০২৪ (টার্গেট: ২০১)

২) ২২ বল বাকি থাকতে জয় vs কলকাতা নাইট রাইডার্স, কলকাতা ২০২৫ (টার্গেট: ১৭৫)

৩) ২১ বল বাকি থাকতে জয় vs রাজস্থান রয়্যালস, মুম্বাই ২০২১ (টার্গেট: ১৭৮)

৪) ১২ বল বাকি থাকতে জয় vs দিল্লি ক্যাপিটালস, ব্যাঙ্গালুরু ২০১৮ (টার্গেট: ১৭৫)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *