IPL 2025: কেকেআর দলকে নিয়ে কলকাতা শহরের আবেগ প্রতিবছরই আইপিএলের সময় দেখতে পাওয়া যায়। এই টুর্নামেন্টে হাজার হাজার দর্শক ইডেন গার্ডেন্সে ক্রিকেটের মহাযুদ্ধে মেতে উঠেন। এক নিমিষেই ফুরিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের টিকিট। এই বছর নাইট বাহিনী উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) বিপক্ষে মাঠে নামতে চলেছে। ফলে আজের এই হাইভোল্টেজ ম্যাচে টিকিটের চাহিদা অনেকটাই বেশি। এমনকি রমরমিয়ে ব্ল্যাক হচ্ছে কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট।
Read More: IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !!
KKR vs RCB ম্যাচের টিকিটের কালোবাজারি-

গত বছর আইপিএলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন্স হয়েছিল। এই বছর মেগা নিলামের ফলে অধিনায়ক সহ দলে একাধিক পরিবর্তন ঘটেছে। কিন্তু সমর্থকদের উন্মাদনা একইরকমভাবে ধরা পড়ছে। আজ উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচ সহ রয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন একাধিক বলিউড তারকা। ফলে আজকের ম্যাচের টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে। ইতিমধ্যেই ৯০০ টাকার এবং ২০০০ টাকার টিকিট শেষ হয়ে গেছে। তবে খোলা বাজারে চড়া দামে বেআইনিভাবে বিক্রি হচ্ছে কেকেআর বনাম আরসিবির টিকিট। প্রতিটি টিকিট দ্বিগুণ দামে কিনছেন সমর্থকরা।
টিকিটের চাহিদা তৈরির পিছনে কি কর্মকর্তারাই?

এর আগেও কলকাতার ইডেন গার্ডেন্সে একাধিক হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচও ইডেনে অনুষ্ঠিত হয়। তখনও মাঠের দর্শক সংখ্যা ছিল ৬৪ হাজার। কিন্তু তখন টিকিট নিয়ে এতোটা সমস্যা তৈরি হয়নি। ফলে এই বছর আইপিএলের (IPL 2025) উদ্বোধনী ম্যাচে টিকিটের চাহিদা তৈরির পিছনে অনেকেই সিএবির দিকে আঙ্গুল তুলছে। এক প্রাক্তন বাংলার ক্রিকেটার জানিয়েছেন যে তাদের টিকিটের পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সিএবি (CAB) ক্যাগের নিয়মকে সামনে এনে নিজেদের দায় সেরেছে। ক্যাগের নতুন নিয়ম অনুযায়ী ৯০ শতাংশ টিকিট সাধারণ সমর্থকদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু সেটাও কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।