IPL 2025 KKR vs RCB Match Preview: নাইটদের প্রথম ম্যাচেই কালবৈশাখীর ছায়া, বিরাট বাহিনীকে পারবে শুভ শুরুয়াত করতে !! 1

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামতে চলেছে। গত বছর নাইট বাহিনী এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০২৫ আইপিএলের (IPL 2025) মেগা নিলামের জন্য দলে একাধিক পরিবর্তন ঘটেছে। এই বছর কেকেআরকে (KKR) নেতৃত্ব দিতে চলেছেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলেও অধিনায়কের পরিবর্তন হয়েছে। রজত পাটিদারকে (Rajat Patidar) নেতৃত্বের দায়িত্ব দিয়ে চমক দিয়েছে তারা। ফলে এই বছর আইপিএলে ভাগ্যের চাকা ঘুরতে পারে আরসিবির‌।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

IPL 2025 KKR vs RCB Match Preview: নাইটদের প্রথম ম্যাচেই কালবৈশাখীর ছায়া, বিরাট বাহিনীকে পারবে শুভ শুরুয়াত করতে !! 2
KKR vs RCB | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ০১

তারিখ- ২২/০৩/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট-

IPL 2025 KKR vs RCB Match Preview: নাইটদের প্রথম ম্যাচেই কালবৈশাখীর ছায়া, বিরাট বাহিনীকে পারবে শুভ শুরুয়াত করতে !! 3
Eden Gardens | Image: Getty Images

ইডেন গার্ডেন্সে পিচে বিশেষ করে আইপিএলে (IPL 2025) ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। গত বছর আইপিএলে এই মাঠে কেকেআরের করা ২৬২ রান তাড়া করে জয়লাভ করেছিল পাঞ্জাব কিংস। তবে এই টুর্নামেন্টে ইডেন গার্ডেন্সে বোলারদেরও প্রভাব লক্ষ করা যায়। এখনও পর্যন্ত আইপিএলে এই মাঠে ৯৩ টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ৩৮ বার প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে এবং ৫৫ বার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় তুলে নিয়েছে। ফলে টসে জয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন। উল্লেখ্য এই মাঠে ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) দ্বিতীয় ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) মাত্র ৪৯ রানে অল আউট করে দিয়েছিল। এটা এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এক ইনিংসের সর্বনিম্ন রান।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস-

IPL 2025 KKR vs RCB Match Preview: নাইটদের প্রথম ম্যাচেই কালবৈশাখীর ছায়া, বিরাট বাহিনীকে পারবে শুভ শুরুয়াত করতে !! 4
Image: Google Weather

শনিবার কলকাতার আকাশ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। গড় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্ৰি সেলসিয়াস। তবে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ২৫ ড্রিগি সেলসিয়াসে কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB) ম্যাচে কালবৈশাখীর পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। ম্যাচ শুরুর সময় বৃষ্টিরর সম্ভবনা ৩০-৫০ শতাংশ থাকলেও সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি সম্ভাবনা ৮০ শতাংশে পৌঁছে যাবে। এর সঙ্গেই ঘন্টায় ৩০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো বাতাস বইতে পারে। এমনিতে বাতাসের গড় গতিবেগ থাকবে ১৪ কিমি/ঘন্টা।

KKR vs RCB হেড টু হেড-

IPL 2025 KKR vs RCB Match Preview: নাইটদের প্রথম ম্যাচেই কালবৈশাখীর ছায়া, বিরাট বাহিনীকে পারবে শুভ শুরুয়াত করতে !! 5
Virat Kohli and Gautam Gambhir | Image: Getty Images

এখনও পর্যন্ত আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স (KKR vs RCB) বেঙ্গালুরু ৩৪ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তারমধ্যে ১৪ টি ম্যাচে বেঙ্গালুরু এবং ২০ টি ম্যাচে কলকাতা জয়লাভ করেছে। শেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচেই আরসিবি কেকেআরের কাছে পরাজিত হয়েছে। ফলে পরিসংখ্যানের দিক থেকে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল।

KKR vs RCB লাইভ স্ট্রিমিং-

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে সরাসরি সম্প্রচারিত করা হবে। এছাড়াও ২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচটি অনলাইনে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IPL 2025 KKR vs RCB Match Preview: নাইটদের প্রথম ম্যাচেই কালবৈশাখীর ছায়া, বিরাট বাহিনীকে পারবে শুভ শুরুয়াত করতে !! 6
KKR vs RCB | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স

সুনীল নারিন, কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, হর্ষিত রানা, আনরিখ নখিয়া, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী/লভনিত সিসোদিয়া

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পটিদার (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটরক্ষক) , লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড, সুয়াশ শর্মা

ইম্প্যাক্ট প্লেয়ার: দেবদত্ত পাডিক্কাল, স্বপ্নিল সিং

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *