KKR ভক্তদের জন্য দুঃখের খবর, লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বড় ঘোষণা করলো BCCI !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। ইতিমধ্যে আইপিএলের সতটি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। এবারের আইপিএলে রামনবমীর দিন মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) ও লখনৌ সুপার জায়ান্টসের (LSG) মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে, রামনবমীর জন্য ইডেনের খেলাটা না হওয়ার কথা ছিল। কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল এদিন নিরাপত্তা দিতে পারবে না বলে ক্রিকেট এসোসিয়েশন বেঙ্গল অর্থাৎ CAB-কে জানিয়ে দিয়েছিল। সিএবি ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ BCCI কে তা জানিয়ে দিয়েছিল। তারপর থেকে দফায় দফায় তিন পক্ষের বৈঠক হয়েছিল। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ ইডেন থেকে সরিয়ে গুয়াহাটিতে করার কথা ছিল।

সময়সূচী বদলে গেল কলকাতা বনাম লখনৌ ম্যাচের

Ipl 2025
KKR vs LSG | Image: Getty Images

অবশেষে, জল্পনার অবসান ঘটলো। সময়সূচির পরিবর্তন করা হয়েছে এবং কলকাতা বনাম লখনৌয়ের ম্যাচটির তারিখ পরিবর্তন করা হয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছে ম্যাচটি এবার ইডেনের মাঠেই হতে চলেছে। তবে, ম্যাচটির সূচি পরিবর্তন করা হয়েছে। প্রসঙ্গত, নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের এই ম্যাচটি ৬ এপ্রিল হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচটি পরিবর্তন করে ৮ এপ্রিল মঙ্গলবারে দুপুরে ফেলা হয়েছে। দুপুর ৩.৩০ থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। অন্যদিকে, সুপার সানডে হওয়া সত্ত্বেও আগামী ৬ এপ্রিল সন্ধ্যা ৭.৩০-এ হায়দ্রাবাদের বিরুদ্ধে গুজরাতের একটি ম্যাচই অনুষ্ঠিত হবে।

Read More: “আমি যদি কোচ হতাম…” বিস্ফোরক যোগরাজ সিং, ফিটনেস নিয়ে খোঁচা দিলেন রোহিতকে !!

উভয় দল একটি করে জয় পেয়েছে

Ipl 2025
KKR vs LSG | Image: Getty Images

এবারের আইপিএলের (IPL 2025) কথা বলতে গেলে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল। তারপর রাজস্থানের বিরুদ্ধে একটি দুরন্ত জয় সুনিশ্চিত করে আপাতত পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে, লখনৌ সুপার জায়ান্টস দলের কথা বলতে গেলে, এবারের আইপিএলের সূচনাটা তাদের একেবারে ভালো হয়নি। দিল্লির কাছে এক উইকেটে পরাজিত হতে হয়েছিল তাদের। তবে, শেষ ম্যাচে তারা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দাপটের সঙ্গে জয়লাভ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Read Also: IPL 2025: ১৭ বছর পর চেন্নাইতে কোহলিদের রাজ, ৫০ রানে ম্যাচ জিতলো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *