আর মাত্র এক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। প্রথম ম্যাচে মাঠে নামবে গতবারের আইপিএল বিজেতা কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শুভ সূচনা হতে চলেছে আইপিএলের ১৮ তম মৌসুমের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে রাহানের KKR। প্রথম ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, তবে জানা গিয়েছে নিরাপত্তার অভাবে কলকাতা থেকে সরানো হচ্ছে ম্যাচ। আইপিএল শুরুর আগেই চরম বিপত্তি।
ইডেন থেকে সরছে KKR-এর ম্যাচ

সূত্রের খবর, পুলিশি নিরাপত্তার কারণে ইডেন থেকে বাধ্য হয়েই সরাতে হচ্ছে নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ। জানা গিয়েছে, ৬ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের। এই ম্যাচ নিয়ে বেশ কয়েকদিন যাদব চলছে জল্পনা। আসলে, রামনবমী উপলক্ষে এই মেগা ম্যাচে সেভাবে নিরাপত্তা প্রদান করতে পারবে না কলকাতা পুলিশ। আগেও রামনবমীর কারণে ইডেনে বাতিল হয়েছিল খেলা। এবারেও সেই একই বিপত্তি লক্ষ করা যাবে।
Read More: IPL 2025: নতুন অধিনায়কের সঙ্গে শক্তিশালী দল নিয়ে নামতে চলেছে পাঞ্জাব কিংস, জানুন সম্ভাব্য একাদশ
গুয়াহাটিতে হবে কলকাতা-লখনৌ ম্যাচ

সূত্রের খবর, গুয়াহাটিতে হতে পারে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের এই ম্যাচটি। যদিও সরকারিভাবে এখনও কোনো আপডেট আসেনি বিসিসিআইয়ের পক্ষ থেকে। গত কয়েক বছর ধরেই সারা রাজ্যে রামনবমীর দিন মিছিল বেরচ্ছে। এবারও সেই একই ছবি দেখা যাবে বলেই খবর। আর সেই কারণের জন্যই ইডেনে নিরাপত্তা দিতে পারবে না পুলিশ। তাই ইডেন থেকে এই গুরুত্বপূর্ণ ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশ না দিতে পারার কথা আগেই জানিয়েছিল লালবাজার। ম্যাচের সুচিতে পরিবর্তনের কথা জানানো হয়েছিল। এমনকি, সিএবি কর্মকর্তারা পুলিশ কর্তাদের সাথে আলোচনায়ও বসেছিল। তবে লাভ হয়নি কিছুতেই। কেকেআর বনাম এলএসজির ম্যাচটি ক্রিকেটের নন্দন কানন ইডেন থেকে সরতে চলেছে ম্যাচ, যেটি হতে চলেছে গুয়াহাটিতে।