Ipl 2025
LSG | Image: Getty Images

IPL 2025: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে। আজকের ম্যাচটি গত রবিবার হওয়ার কথা থাকলেও রামনবমীর জন্য অনুষ্ঠিত হতে পারেনি। এদিন যথাযথ পুলিশি পাহারা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। যে কারণে বাধ্য হয়েই ম্যাচের দিনক্ষণ পরিবর্তন করতে হয়েছিল ক্রিকেট অফ বেঙ্গলকে সে কারণেই আট এপ্রিল বিকাল ৩:৩০ থেকেই এই ম্যাচের সূচনা হয়েছে। আজকের ম্যাচে কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।

সাধারণত দিনের বেলার খেলায় টসে জিতে ক্যাপ্টেনদের প্রথমে ব্যাটিং করতে দেখা যায় তবে আজকের ম্যাচে অন্য সিদ্ধান্ত নিলেন রাহানে। প্রথমে ফিল্ডিং করতে এসে রীতি মতন চাপের মুখে পড়তে হয়েছে নাইট রাইডার্স দলকে। পাওয়ারপ্লের ভিতরেই কোন উইকেট না হারিয়ে ৫৯ রান বানিয়ে ফেলেছিল লখনৌ দলের দুই ওপেনার এডেন মার্করাম (Aiden Markram) এবং মিচেল মার্স (Mitchell Marsh) গত ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধেও দুজনকে বেশ ভালো ছন্দে খেলতে দেখা গিয়েছিল। আজকের ম্যাচে তার কোন অন্যথা হলো না। দুজনের মধ্যে আজকে ৯৯ রানের একটি পার্টনারশিপ লক্ষ্য করা গিয়েছে। শেষমেশ হার্ষিত রানার দুরন্ত একটি বলে উইকেট হারিয়ে ফেলেন মার্করাম প্রথম উইকেট হারালেও রানের গতি কমেনি লক নামের ইনিংসে তিনে ব্যাটিং করতে এসে নিকোলাস পুরাণ প্রথম থেকেই আগ্রাসনের সঙ্গে ব্যাটিং চালাচ্ছিলেন।

Read More: IPL 2025: “ঘরের মাঠে মুখ পোড়ালো…” ধ্বংসযজ্ঞ মার্শ-পুরানের, নেটদুনিয়ায় তোপের মুখে কলকাতার বোলিং !!

কলকাতার সামনে পাহাড় সমান রান বানালো লখনৌ

Ipl 2025
KKR vs LSG | Image: Getty Images

১৬ তম ওভারে দ্বিতীয় উইকেটের পতন ঘটে লখনৌ দলের অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড় মিচেল মার্স ৪৮ বলে ছয়টি চার এবং পাঁচটি ছক্কায় ৮১ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন। অন্দ্রে রাসেলের ধীর গতির বল করতে না পেরে উইকেট হারিয়ে ফেলেন তিনি তবে নিকোলাস পুরাণ আজকের ম্যাচেও বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমান দেখান। ব্যাট হাতে, পুরান ৩৬ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ৮৭ রান বানান। নির্ধারিত ২০ ওভারে লখনৌ দল ৪ উইকেটে ২৩৮ রান বানিয়েছে। নাইট রাইডার্স এর হয়ে দুটি উইকেট নিয়েছেন হার্ষিত রানা এবং একটি উইকেট পেয়েছেন অন্দ্রে রাসেল।

Read Also: IPL 2025 PBKS vs CSK Dream 11 Prediction: মুল্লানপুরে পাঞ্জাবের মুখোমুখি চেন্নাই, ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য দেখুন এক নজরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *