IPL 2026'এর আগেই কপাল পুড়ছে KKR'এর, পাচ্ছে না এই তারকা অধিনায়ককে !! 1

আইপিএল (IPL 2025) ট্রফি জয়ের লড়াই প্রতিবছর ক্রিকেট ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। সারা বছর ধরেই ফ্র্যাঞ্চাইজিগুলি দল গোছানোর বিষয়ে পরিকল্পনা করে থাকে‌। এই বছর টুর্নামেন্টে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চ্যাম্পিয়ন হয়। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পান বিরাট কোহলি (Virat Kohli)। তবে গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে হতাশ করেছে। ফলে আগামী বছরের জন্য শক্তিশালী একজন অধিনায়ককে দলে আনবেন বলে ঠিক করেছিলেন কর্মকর্তারা। সেই পরিকল্পনাও এবার ভেস্তে গেল নাইটদের।

Read More: বুমরাহ নয় বরং এশিয়া কাপে পেস বিভাগের মুখ এই তারকা, পাকিস্তানের বিপক্ষে থাকছে প্রায়শ্চিত্তের সুযোগ !!

KKR’এ আসছেন না সঞ্জু-

IPL 2026'এর আগেই কপাল পুড়ছে KKR'এর, পাচ্ছে না এই তারকা অধিনায়ককে !! 2
Sanju Samson | Images: Getty Images

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামের আগে ১৮ কোটি টাকার বিনিময় সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন হাতের আঙুলে চোট পেয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। তারপর এই বছর আইপিএল (IPL 2025) চলাকালীন পাঁজরে চোট পান তিনি। এই কারণে টুর্নামেন্টে মাত্র ৯ টি ম্যাচে অংশগ্রহণ করতে পেরেছিলেন সঞ্জু (Sanju Samson)। তিনি ৯ ম্যাচে সংগ্রহ করেন মাত্র ২৮৫ রান।

এরপরই মনে করা হচ্ছিল ২০২৬ আইপিএলের আগে ৩০ বছর বয়সী এই তারকাকে ছেড়ে দেবে রাজস্থান (RR)। কলকাতার নাইট রাইডার্স (KKR) তাকে দলে নেওয়ার জন্য রীতিমতো আগ্রহ প্রকাশ করে। কিন্তু সূত্র অনুযায়ী বর্তমানে রাজস্থান কর্মকর্তারা সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ছাড়বে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্ভরযোগ্য এক সূত্র জানায়, “রাজস্থান রয়্যালস (RR) সঞ্জু স্যামসন বা তাদের কোন‌ও ক্রিকেটারকে বদলি না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি‌ই দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।”

চাপে নাইট বাহিনী-

IPL 2026'এর আগেই কপাল পুড়ছে KKR'এর, পাচ্ছে না এই তারকা অধিনায়ককে !! 3
KKR | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে অধিনায়কের দায়িত্ব দিয়েছিল কলকাতা (KKR)। তবে তার নেতৃত্বে সেইভাবে দল এগিয়ে যেতে পারেনি। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয় গতবারের চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে ছন্দে ছিলেন না সুনীল নারিন (Sunil Narine), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) থেকে আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো অভিজ্ঞ তারকা। এর ফলে ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে নতুন করে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে নাইট বাহিনী।

ইতিমধ্যেই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছিলেন কর্মকর্তারা। বর্তমানে সেই আশা ভেস্তে যাওয়ার কারণে বিকল্প চিন্তাভাবনা করছেন তারা। এর মধ্যেই সূত্র অনুযায়ী ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দিতে পারে কলকাতা (KKR)। তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ফিল সল্টের (Phil Salt) সঙ্গে ট্রেড করা হতে পারে বলে খবর সামনে এসেছে।

Read Also: ঈশান, শামি, বৈভব.. ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লাল বলের টুর্নামেন্টের জন্য প্রকাশিত হল দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *