আইপিএলের আগে হৃদয় ভাঙ্গলো KKR ফ্যান্সদের, ইডেনে হবে না কোনো ম্যাচ !! 1

আগামী বছর ভারত সহ শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) অনুষ্ঠিত হবে। তার আগেই দেশের সমস্ত ক্রিকেট স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Cricket Stadium) অনুষ্ঠিত হ‌ওয়ার সম্ভবনা রয়েছে। অন্যদিকে কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) এই বিশ্বকাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রাখা হয়েছে। একটি হাইভোল্টেজ সেমিফাইনাল হ‌ওয়ার‌ও সম্ভাবনা রয়েছে এই মাঠে। এর মধ্যেই এবার এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামকে নতুন করে সাজানোর জন্য পদক্ষেপ নিল বিসিসিআই (BCCI)। ফলে আগামী মরসুমে কেকেআর (KKR)’এর হোম ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

Read More: ফর্মে না থাকাই হল কাল, বিশ্বকাপে দলে থেকেও নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব !!

নতুন রূপে ইডেন গার্ডেন্স-

Ipl 2025, ind vs sa
Eden Gardens | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হ‌ওয়ার কথা রয়েছে। তবে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা এবং পাকিস্তান যোগ্যতা অর্জন করলে এই ম্যাচ কলম্বোর আর.প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে। এর মধ্যেই কলকাতার নন্দনকাননকে নতুন করে সাজিয়ে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪৫০ কোটি টাকা খরচ করা হবে সংস্করণের জন্য। স্টেডিয়ামে যাতে দর্শকরা বিশ্বমানের সুযোগ-সুবিধা পান সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পরিকল্পনা অনুযায়ী ইডেনে সংস্কারে লর্ডস স্টেডিয়ামের ছোঁয়া থাকবে। স্টেডিয়ামের নকশা আধুনিক করার পাশাপাশি ঐতিহ্যকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। পুরনো গ্যালারিগুলিকে আধুনিক করা হবে এবং দর্শকদের বসার ব্যবস্থার মান উন্নত করার বিষয়ে মনযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে কংক্রিটের কাঠামোর বদলে আধুনিক মেমব্রেন স্ট্রাকচারের ছাদ তৈরি করা হবেও বলে জানা যাচ্ছে।

হবে না KKR’এর ম্যাচ-

আইপিএলের আগে হৃদয় ভাঙ্গলো KKR ফ্যান্সদের, ইডেনে হবে না কোনো ম্যাচ !! 2
KKR | Image: Getty Images

ইডেন গার্ডেন্সের (Enden Gardens) সংস্কারের কাজ ২০২৮ সাল পর্যন্ত। ফলে আগামী বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম ম্যাচগুলি কলকাতা অনুষ্ঠিত হবে না বলে খবর সামনে এসেছে। কেকেআরের হোম ম্যাচগুলিতে বাংলার ক্রিকেট ভক্তরা ইডেনে উপস্থিত থেকে ক্রিকেটারদের উৎসাহিত করে থাকেন। মাঠে অন্যতম মালিক শাহরুখ খানের (Sharukh Khan) উপস্থিতি আরও আকর্ষণীয় করে তোলে। তবে আগামী মরসুমে এইসব দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

গত বছর চ্যাম্পিয়ন হলেও এই বছর আইপিএলে তেমন প্রভাব ফেলতে পারিনি নাইট বাহিনী। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে লিগ পর্ব থেকেই বিদায় নেয় তারা। আগামী মরসুমের আগে ইতিমধ্যেই তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) সহ ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দল ছেড়ে দিয়েছে। সম্প্রতি মিনি নিলামে ২৫.২ কোটি টাকায় ক্যামেরন গ্ৰিনকে ঘরে তুলেছেন কর্মকর্তারা। এছাড়াও মাথিশা পাথিরানা (Matheesha Pathirana), মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) মতো তারকা পেসারকে তুলে‌ নিয়ে রীতিমতো চমক দিয়েছে কেকেআর।

Read Also: নিউজিল্যান্ডের দুরন্ত জয়ে বিপাকে ভারত, WTC’এর ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ব্লু ব্রিগেডরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *