IPL 2025: দুই জন অধিনায়ককে নিয়ে আইপিএলে নামতে চলছে KKR, রাহানের সঙ্গে এই তারকা দেবেন টক্কর !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পরই ভারতের মাটিতে শুরু হবে আইপিএলের (IPL 2025) মহারণ। ফলে এখন থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রতিটি দলের কর্মকর্তারা। মেগা নিলামের ফলে দলগুলির মধ্যে ইতিমধ্যেই একাধিক পরিবর্তন ঘটেছে। ফলে কোন দল কতটা এগিয়ে টুর্নামেন্ট শুরুর আগে বলা খুবই মুশকিল। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) গতবারের ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবার পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে খেলবেন। ফলে কেকেআরের (KKR) নতুন অধিনায়ক কে হতে চলেছেন তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো, একজন নয় বরং দুজন অধিনায়ককে নিয়ে এগোতে চাইছে তারা।

IPL 2025-এ দুজন অধিনায়কের সঙ্গে KKR-

IPL 2025: দুই জন অধিনায়ককে নিয়ে আইপিএলে নামতে চলছে KKR, রাহানের সঙ্গে এই তারকা দেবেন টক্কর !! 2
Ajinkya Rahane | Image: Getty images

গত বছর টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম্যান্স করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে কলকাতা চ্যাম্পিয়ন হয়। ফলে এই বছরও তারা নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। কিন্তু গম্ভীর বর্তমানে জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অভিজ্ঞতাকেও পাবে না দল। ফলে সারা টুর্নামেন্ট জুড়ে কোনো একজন নয় বরং দুজন অধিনায়ককে নিয়ে এগোতে চাইছে কলকাতা। সূত্র অনুযায়ী কর্মকর্তাদের প্রথম পছন্দে রয়েছেন দলে প্রত্যাবর্তন করা অভিজ্ঞ আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তিনি ভারতের জাতীয় দলকেও দীর্ঘদিন নেতৃত্বে দিয়েছেন। এমনকি গত বছর তার অধিনায়কত্বে মুম্বাই রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে আইপিএলে ব্যাট হাতে তিনি এখনও পর্যন্ত ১৮৫ বলে ৪,৬৪২ রান করেছেন। গত মরসুমে ১৩ ম্যাচে রাহানের ব্যাট থেকে আসে ২৪২ রান। তিনি চেন্নাই সুপার কিংস (CSK), মুম্বাই ইন্ডিয়ান্স (MI) সহ দিল্লি ক্যাপিটালস (DC), রাজস্থান রয়্যালসের (RR) মতো সফল দলের অংশ ছিলেন। তবে কলকাতা নাইট রাইডার্স (KKR) শুধুমাত্র রাহানের (Ajinkya Rahane) উপরই ভরসা করতে চাইছে না। সূত্র অনুযায়ী ভেঙ্কটেশ আইয়ারকেও (Venkatesh Iyer) একাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে‌।

Read More: CT 2025: “বাড়তি সুবিধা পাচ্ছে ভারত…” অভিযোগ প্যাট কামিন্সের, ভুয়ো খবর নিয়েও সরব হলেন ট্যুইটারে !!

KKR-কে নেতৃত্ব দিতে চলেছেন Venkatesh আইয়ার !!

IPL 2025: দুই জন অধিনায়ককে নিয়ে আইপিএলে নামতে চলছে KKR, রাহানের সঙ্গে এই তারকা দেবেন টক্কর !! 3
Venkatesh Iyer | Image: Getty images

কলকাতা নাইট রাইডার্সের এই মুহূর্তে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তাকে ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে জায়গা দেওয়া হয়েছে। ফলে তিনি এই বছর কেকেআরের (KKR) নেতৃত্বের দায়িত্বও সামলাবেন বলে মনে করা হচ্ছে। ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) গত বছর দলকে চ্যাম্পিয়ন করানো পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্লে অফে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় রান তাড়া করতে নেমে অর্ধ শতরান করেন। এমনকি ফাইনালেও তার ব্যাট থেকে ভরসাযোগ্য অর্ধ শতরান এসেছিল। এছাড়াও আইয়ার ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে কলকাতার (KKR) হয়ে খেলছেন। ফলে দলের সঙ্গে তার বোঝাপড়া খুবই ভালো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নাইটদের অধিনায়ক হওয়ার জন্য ইচ্ছে পর্যন্ত প্রকাশ করছেন। আইয়ার (Venkatesh Iyer) বলেন, “অবশ্যই আমি কেকেআরের অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত‌। আমি আবারও বলছি অধিনায়কত্ব শুধুমাত্র একটা ট্যাগ। আমি নেতৃত্বে বিশ্বাস করি। দলের হয়ে বড়ো ভূমিকা পালন করাই আমার কাছে গুরুত্বপূর্ণ‌।”

Also Read: IPL 2025: ফাঁস হলো অন্দরের খবর, এই কারণে ক্যাপ্টেন বাছাই করতে দেরি করছে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *