৯. লকি ফার্গুসন

নিউজিল্যান্ডের এক্সপ্রেস গতির বোলার (Lockie Ferguson) টুর্নামেন্টের শুরু থেকেই কেকেআরের (KKR) হয়ে মাঠে নামতে চলেছেন। গত সিজিনে তিনি ছিলেন হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্সে। ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন কিউয়ি পেসার। ইকোনমি রেট ছিল ৮.৯৫।
দুরন্ত পেসে গুজরাটের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিলেন। তবে গুজরাটের হাতে ভালোমানের দেশি-বিদেশি পেসার থাকায় কিউয়ি তারকাকে ছেড়ে দেওয়া হয়। আর সেই সুযোগে কেকেআর তাকে দলে নিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা খারাপ বল না করলেও ভারতীয় পিচে কতটা ফায়দা তুলতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।