৮. বরুণ চক্রবর্তী

ভারতীয় ক্রিকেটে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) একজন রহস্যময় বোলার হিসেবে পরিচিত। তিনি একজন উঠতি ভারতীয় ক্রিকেটার এবং একজন ম্যাচ উইনার বোলার হিসেবে স্বীকৃত। এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। আসলে বল হাতে বরুণ বিপক্ষকে যে কোন সময় চাপের মধ্যে ফেলে দিতে পারে। স্পিনিং পিচে তাকে খেলা খুবই কটিন কাজ।
তিনি আইপিএলের মাঠে ৪২টি ম্যাচে ৪২ টি উইকেট নিয়েছেন ও তার ইকোনমি রেট ছিল ৭.২২। সব মিলিয়ে এবারের আইপিএলে কলকাতাকে সাফল্য পেতে হলে অবশ্যই বরুণকে জ্বলে উঠতে হবে।