IPL 2023

৬. রিঙ্কু সিং

IPL 2023
Rinku Singh | IPL 2023

বর্তমানে ভারতীয় ক্রিকেটে উঠতি খেলোয়াড়দের একজন হলেন এই রিঙ্কু সিং (Rinku Singh)। দলের হয়ে এবার ফিনিশারের কাজ করবেন রিঙ্কু। তিনি আইপিএলের ময়দানে ১৭ টি ম্যাচ মিলে ২৫১ রান করেছেন। তার গড় স্ট্রাইক রেট ১৪৬.৬৫। বল হাতে তিনি অফব্রেক করতে পারেন যা কেকেআরের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। ব্যাটিংয়ের পাশাপাশি রিঙ্কু তার দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্যেও পরিচিত।

২০১৮ সালে কেকেআর এই খেলোয়াড়ের জন্য ৮০ লক্ষ টাকা খরচ করেছিল। ২০১৮ সাল থেকে রিঙ্কু সিং কেকেআর-এর সঙ্গেই যুক্ত। কেকেআর আইপিএল ২০২২ মেগা নিলামে তার জন্য ৫৫ লক্ষ টাকা বিড করেছিল। আইপিএলের প্রাথমিক মরশুমে রিঙ্কু অনেক ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে মাঠে নেমেই তিনি তার জাত চিনিয়ে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *