৪. শ্রেয়াস আইয়ার

আইপিএলে (IPL 2023) কলকাতা দলের হয়ে চতুর্থ স্থানে ব্যাটিং করতে দেখা যাবে তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer)। এই মুহুর্তে তিনি কেকেআরের অধিনায়ক। আইয়ারের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু তার ফর্ম এবং ধারাবাহিকতা সবসময়ই নির্বাচকদের জন্য প্রশ্ন চিহ্ন তৈরি করেছে।
তিনি ভারতের হয়ে ওডিআই বা টি-টোয়েন্টি কোন দলেই জায়গা পাকাপাখি করে তৈরি করতে পারেননি। ২০২০ সালের আইপিএলে মাঝপথে কার্তিককে সরিয়েই নেতা করা হয়েছিল ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইওন মর্গ্যানকে। তিন টিমকে সামনে থেকে নেতৃত্ব দিলেও ব্যাটে একেবারেই ফর্মে ছিলেন না।
সেই কারণেই ২০২১ আইপিএলে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। আর তাই শাহরুখ খানের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল, এমন কাউকে টিমে নেওয়া, যিনি ব্যাট হাতে তো বটেই নেতা হিসেবেও টিমকে মোটিভেট করতে পারবেন। বলাই বাহুল্য শ্রেয়স এই দুই ভূমিকাতেই দারুণ সফল হবেন।