২. ভেঙ্কটেশ আইয়ার

কলকাতা নাইট রাইডার্স দলের নির্ভরযোগ্য তরুণ ক্রিকেটারদের একজন হলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে আইপিএল নিলামে আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়। সেই বছরের সেপ্টেম্বর মাসেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তার আইপিএল অভিষেক হয়।
২৩ সেপ্টেম্বর ২০২১-এ, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার প্রথম আইপিএল অর্ধশতরানটি করেন। কলকাতা দলের হয়ে ২২ টি ম্যাচ খেলে ফেলেছেন ভেঙ্কটেশ এবং ২৭.৬০ গড়ে ও ১২০.৭৮ স্ট্রাইক রেটে ৫৫২ রান করেছেন তিনি। তবে শুধু ব্যাট নয়, বল হাতেই আইয়ার বিশেষ পারদর্শী। প্রয়োজনীয় সময় তিনি দলকে দু-চারটে উইকেটও এনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।