IPL 2023: আইপিএলের সফলতম দুই দল অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এই বিষয়ে কোন সন্দেহ থাকাই উচিত নয়। তবে এই দুই দলের পরই যদি কোন দলের স্থান হয় সেটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স। মোট দু’বার আইপিএলের তকমা জিতে নিয়েছে নাইটরা।
এই দু’বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে কাপ জিতে নেয় তারা। তাই বলা যেতেই পারে কুড়ি-বিশের এই কোটি টাকার টুর্নামেন্টে কেকেআর অন্যতম আকর্ষনীয় দলও বটে। তার ওপর দলের মালিকের নাম যদি বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম হয় তাহলে সেই দলকে নিয়ে আলাদা একটা হাইপ তো থাকবেই।
২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২১ সালে ফাইনালে ওঠে কলকাতা ব্রিগেড। তবে সেবার ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ট্রফি খোয়াতে হয় তাদের। গতবার অবশ্য তাদের ফর্ম বেশ খারাপ ছিল। শেষ চারেই জায়গা করতে পারেনি তারা।
এবার অবশ্য মিনি আইপিএলে বেশ কিছু নতুন খেলোয়াড়কে তুলে নিয়ে শক্তিশালী দল গড়েছে তারা। লক্ষ্য হল ট্রফি জেতা। এবার দেখে নেওয়া যাক আসন্ন আইপিএলে কেমন হতে চলেছে নাইদের প্রথম একাদশ।
১. রহমনুল্লাহ গুরবাজ

আসন্ন আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz)। এবারের মিনি নিলামের মাধ্যমে কেকেআর দলে যোগ হন এই মারকুটে ব্যাটসম্যান। আফগানিস্তান দলের হয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছেন তিনি। মাত্র ১ কোটি টাকা মূল্যে শাহরুখ খানের দলে যুক্ত হন গুরবাজ। আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট নামডাক রয়েছে তার। গত মরশুমে জেসন রয়ের পরিবর্ত হিসেবে তাকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। তবে হার্দিক পান্ডিয়ার দলের হয়ে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। মিনি নিলামের আগে তাকে দল থেকে ছেড়ে দেয় গুজরাট। আর সেই সুযোগেই তাকে দলে নিয়েছে কেকেআর।