আইপিএল ২০২৬ মরসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামে বিপুল অর্থ ব্যয় করে দলে নেওয়া বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আর খেলতে দেখতে পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড মস্ত বড় নির্দেশ দিয়েছে নাইট ফ্রাঞ্চাইজিকে। মুস্তাফিজুর বাদ পড়তেই কেকেআরের বোলিং পরিকল্পনা ভেস্তে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। ৪ঠা জানুয়ারি, বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বোর্ড কেকেআরকে আশ্বস্ত করেছে, মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনও খেলোয়াড় নিতে চাইলে সেই অনুমতি দেওয়া হবে। এই সিদ্ধান্তে কেকেআরের প্রস্তুতিতে বড়সড় পরিবর্তন আনতে হবে।
IPL থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান

নতুন করে বিদেশি পেসার খোঁজা, দলের ভারসাম্য রক্ষা করা এবং বোলিং কম্বিনেশন সাজানো – সবই আবার নতুন করে ভাবতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে- মুস্তাফিজুরের বদলে বিদেশি খেলোয়াড়কে দলে শামিল করতে পারবে। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য আইপিএলে খেলতে না দেওয়ার মতো কোনও সরকারি নির্দেশিকা নেই। কিন্তু একদিনের ব্যবধানে পরিস্থিতি বদলে যায়। শনিবার সকালে কেকেআরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়—মুস্তাফিজকে আর খেলানো যাবে না।
Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!
আর মুস্তাফিজুরকে ছেড়ে সামাজিক মাধ্যমে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে কেকেআরকে। সমাজ মাধ্যমে বাংলাদেশি ভক্তরা ভীষণভাবে সক্রিয়। মুস্তাফিজুরকে দলে শামিল করতেই কেকেআরের ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ৮১ লক্ষের কাছাকাছি। তবে, মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর কেকেআরের ভক্ত সংখ্যা কমে গিয়েছে প্রায় ১১ লাখের বেশি। সমাজ মাধ্যমে হঠাৎ করেই ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে কেকেআরের।
ভক্ত হারাচ্ছে KKR

যদিও পেসার হিসাবে মুস্তাফিজ টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা। গত কয়েক বছর ধরে নাইট দল ডেথ ওভারে যে সমস্যায় ভুগছিল তার থেকে মুক্তি পেতে ফিজকে শামিল করেছিল দল। শেষ চার ওভারে পথিরানা ও মুস্তাফিজ জুটি বিপক্ষ দলকে চাপে ফেলে দিতে সক্ষম হতেন। এর আগে, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হয়। বিসিসিআই বা কেন্দ্র সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও নীতি ঘোষণা এখনও হয়নি।