IPL 2025: KKR'এর অসংখ্য ম্যাচ জয়ের নায়ক হলেন গলার কাঁটা, নিজের দায়িত্বে হারালেন ম্যাচ !! 1

IPL 2025: এই বছর আইপিএলে ঘরের মাঠে হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) সামনে দাঁড়াতেই পারেনি নাইট বাহিনী। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিল সল্ট (Phil Salt)। সুনীল নারিন (Sunil Narine) থেকে হর্ষিত রানার (Harshit Rana) ওপর চাপ সৃষ্টি করতে থাকেন তারা। কলকাতার অন্যতম তারকা স্পিনার বরুণ চক্রবর্তীকেও (Varun Chakravarthy) ম্যাচে ফ্যাকাশে দেখাচ্ছিল। তিনিও দলকে ম্যাচে ফিরেয়ে আনতে ব্যর্থ হন।

দলের ম‌্যাচ জয়ী হলেন গলার কাঁটা-

IPL 2025: KKR'এর অসংখ্য ম্যাচ জয়ের নায়ক হলেন গলার কাঁটা, নিজের দায়িত্বে হারালেন ম্যাচ !! 2
Varun Chakaravarthy | Image: Getty Images

গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স (KKR) ১৭৫ রানের লক্ষ্যমাত্রা দেয়। দলের হয়ে সুনীল নারিন (Sunil Narine) ২৬ বলে ৪৪ রান এবং অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ৩১ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya) ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। মনে করা হচ্ছিল দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে কেকেআর বোলাররা জ্বলে উঠবেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে থাকা বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) ওপর দল অনেকটাই ভরসা রেখেছিল। এর আগে আইপিএলে তিনি নাইটদের হয়ে বহুবার ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠেছিলেন। কিন্তু এই তারকা স্পিনার গতকাল ভক্তদের হতাশ করেন। ৪ ওভারে খরচ করেন ৪৩ রান। চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীর করা বলে ৩ টি চার এবং ১ টি ছয় মেরে ফিল সল্ট (Phil Salt) এক ওভারে ২১ রান সংগ্রহ করেন। শেষের দিকে সল্টের (Phill Salt) একটি উইকেট তুলে নিতে তিনি সক্ষম হয়েছিলেন। এর ফলে ম্যাচ কেকেআরের হাতের বাইরে চলে যায়।

Read More: IPL 2025: “দিনটা ভালো ছিলো…” প্রথম ম্যাচেই বাজিমাত পাটিদারের, নাইটদের হারিয়ে খুশি বেঙ্গালুরু অধিনায়ক !!

নাইটদের অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী-

IPL 2025: KKR'এর অসংখ্য ম্যাচ জয়ের নায়ক হলেন গলার কাঁটা, নিজের দায়িত্বে হারালেন ম্যাচ !! 3
Varun Chakaravarthy | Image: Getty Images

সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) দুরন্ত ফর্মে ছিলেন। এই টুর্নামেন্টে ৩ ম্যাচে মোট ৯ টি উইকেট সংগ্রহ করেন তিনি। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একাধিক ম্যাচে জয়ের নয়ক হয়ে উঠেছিলেন বরুণ। ২০২৪ আইপিএলের ফাইনালে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেছিলেন। গুরুত্বপূর্ণ প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন এই তারকা স্পিনার। গত বছর আইপিএলে ১৪ ম্যাচে ২১ টি উইকেট সংগ্রহ করে এই বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। ফলে তার ওপর এই বছরও ভরসা করছে নাইট শিবির। প্রথম ম্যাচে হারের দায় নিজের কাঁধে নিয়ে কতটা ঘুরে দাঁড়াবেন বরুণ এখন সেটাই দেখার।

Also Read: IPL 2025: “কাটা ঘায়ে সল্ট-এর ছিটে…” প্রাক্তন ‘নাইট’ই গলার কাঁটা কলকাতার, RCB-র জয় উদ্‌যাপন সোশ্যাল মিডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *