IPL 2025: নতুন উদ্যমে শুরু হলো আইপিএলের ১৮ তম মরসুম। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বলিউড তারকাদের চাঁদের হাট। প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru vs Kolkata Knight Riders)। ঘরের মাঠে প্রথম ম্যাচেই ৭ উইকেটে হারের সম্মুখীন হয় আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। ম্যাচে প্রভাব ফেলতে পারেননি নাইট তারকারা। এবার উদ্বোধনী ম্যাচেই চোটের মুখে পড়লেন রমনদীপ সিং (Ramandeep Singh)। চিন্তা বাড়লো নাইট শিবিরে।
চোট পেলেন নাইট তারকা ব্যাটসম্যান-

গতকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে প্রথমে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে লড়াই শুরু করে। সুনীল নারিনের (Sunil Narine) ২৬ বলে ৪৪ রান এবং অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ৩১ বলে ৫৬ রানে ভর করে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিল সল্ট (Phil Salt) ব্যাট হাতে জ্বলে ওঠেন। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে বিরাট কোহলি হর্ষিত রানার (Harshit Rana) করা বল ওভার বাউন্ডারির উদ্দেশ্যে পাঠিয়ে দেন। সেই সময় রমনদীপ সিং (Ramandeep Singh) ডানদিকে থার্ড ম্যানের দিকে অনেকটা দৌড়ে গিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। কিন্তু তিনি সময় মতো বলটি তালু বন্দি করতে পারেননি। এই নাইট তারকার আঙুল মাটিতে আঘাত পায় এবং তিনি প্রচন্ড ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে ফিজিও ছুটে আসে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এই চোট এখন কলকাতা নাইট রাইডার্সকে রীতিমতো চিন্তায় রেখেছে। পরবর্তী ম্যাচে নাইট বাহিনী ২৬ মার্চ রাজস্থান রয়্যালসের (Kolkata Knight Riders vs Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামবে। সূত্র অনুযায়ী এই ম্যাচে চোটের কারণে একাদশের বাইরে থাকতে পারেন রমনদীপ সিং (Ramandeep Singh)।
ব্যাটিং অর্ডারের ভরসা রমনদীপ সিং-

এই বছর আইপিএলে রমনদীপ সিংকে ৪ কোটি টাকার বিনিময়ে দলে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত বছর আইপিএলে তিনি ট্রফি জয়ী নাইট বাহিনীদের অংশ ছিলেন। নিচের দিকে ব্যাট করতে নেমে দলের হয়ে একাধিক বিস্ফোরক ব্যাটিং ইনিংস খেলেছিলেন এই ব্যাটসম্যান। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাত্র ৬ বলে অপরাজিত ২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে চমক দিয়েছিলেন। এখনও পর্যন্ত আইপিএলে রমনদীপ কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ৯ ইনিংসে ২০১.৬১ স্ট্রাইক রেটে ১২৫ রান করেছেন। এমনকি ভারতের হয়ে জাতীয় দলে সুযোগ পেয়েই অভিষেক টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলে ছয় মারেন তিনি। ফলে এই বছর আইপিএলেও নাইটদের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছেন রমনদীপ (Ramandeep Singh)।