২৫.২ কোটির ফ্লপ ক্রিকেটার KKR'এর, নিলামের পরের দিন‌ই শূন্য রানে আউট ক্যামেরন গ্ৰিন !! 1

আইপিএলের (IPL 2026) ইতিহাসে প্রতি বছর অসংখ্য বিদেশি তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। তাদের দুরন্ত পারফর্মেন্স এই টুর্নামেন্টের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি করেছে। ক্রিস গেল (Chris Gayle), আন্দ্রে রাসেল (Andre Russell), এবি ডিভিলিয়ার্স (AB de Villiers), মিচেল স্টার্কের (Mitchell Starc) মতো অভিজ্ঞ তারকাদের ভূমিকা টুর্নামেন্টে নতুন অধ্যায় রচনা করেছে। এই বছর মিনি নিলামেও একাধিক বিদেশি তারকা বিশেষ নজর কেড়েছেন। সবচেয়ে বেশি আলোচিত মুখ হিসাবে উঠে এসেছেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)। তাকে রেকর্ড দামে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নিলামের পর দিনেই এবার ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়লেন এই অস্ট্রেলিয়ান তারকা‌।

Read More: পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !! 

রেকর্ড দামে ক্যামেরন গ্ৰিন-

Ipl 2026
Cameron Green | Image: Getty Images

গতকাল আবুধাবিতে ২০২৬ আইপিএলের (IPL 2026) মিনি নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে একজন বিদেশি অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য প্রথম থেকেই পরিকল্পনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) প্রথমে ক্যামেরন গ্ৰিনকে দলে নেওয়ার জন্য নাইট রাইডার্সের সঙ্গে বিডিং শুরু করে। মূহুর্তেই দাম ১০ কোটি ছাড়িয়ে যায়। এরপর চেন্নাই সুপার কিংস‌ও (Chennai Super Kings) এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়।

শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) নিজেদের দলে তোলে শাহরুখ খানের দল। এটা আইপিএলের নিলামে কোনো বিদেশি ক্রিকেটারের এখনও পর্যন্ত সর্বোচ্চ দাম। উল্লেখ্য ২০২৪ আইপিএলে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে খেলেছিলেন গ্ৰিন। এই বছর টুর্নামেন্টে চোটের কারণে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

ফ্লপ কোটি টাকার ক্রিকেটার-

২৫.২ কোটির ফ্লপ ক্রিকেটার KKR'এর, নিলামের পরের দিন‌ই শূন্য রানে আউট ক্যামেরন গ্ৰিন !! 2
Cameron Green | Image: Getty Images

মিনি নিলামে রেকর্ড দামে বিক্রি হওয়ার পর বর্তমানে আলোচনায় রয়েছেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)। এত টাকা দিয়ে কিনে কলকাতার নাইট রাইডার্স ভুল করেছে বলেও অনেকে উল্লেখ করছেন। এর মধ্যে এবার আজ মাঠে নেমে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। আজ থেকে অ্যাশেজ সিরিজের (Ashes Series) তৃতীয় টেস্ট ম্যাচে শুরু হয়েছে। এই ম্যাচের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় আজ ব্যাট করতে আসেন গ্ৰিন।

কিন্তু ২ বলে শূন্য রানে আউট হয়ে দলকে বিপদের মুখে ঠেলে দেন এই আলোচিত খেলোয়াড়। চলতি অ্যাশেজে ৩ ম্যাচে মাত্র ৬৯ রান সংগ্রহ করেছেন এর সঙ্গেই তুলে নিয়েছেন মাত্র ১ টি উইকেট। উল্লেখ্য এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে গ্ৰিন ১৬০.৩ স্ট্রাইক রেটে ২১ টি ম্যাচে মোট ৫২১ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন মোট ১২ টি উইকেট।

Read Also: IPL 2026: টাকার গরম LSG মালিকের, শেষমেষ মাথিশা পাথিরানাকে নিয়ে বাজিমাত করল KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *