IPL 2025: গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলেও (IPL 2025) ঝড় তুলবে বলে সমর্থকরা মনে করেছিলেন। কিন্তু গতকাল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে সম্পূর্ণ ভরাডুবি হয়েছে নাইটদের। ম্যাচের খুব কম সময় তারা দাপট দেখাতে পেরেছিল। চ্যাম্পিয়ন দলের একাধিক সদস্য এই বছরও একাদশে আছেন। কিন্তু গতকাল কথাও গিয়ে মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অভাব অনুভব করেছিল দল। গত বছর দুরন্ত ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ারও (Venkatesh Iyer) ব্যাট হাতে ব্যর্থ হন। ফলে অনেক মনে করছেন এই ক্রিকেটারের পিছনে কোটি কোটি টাকা খরচ করা ভুল হয়েছে নাইট কর্মকর্তাদের।
প্রথম ম্যাচেই ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার-

গতকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাইট বাহিনী একের পর এক উইকেট হারাতে থাকে। দলের হয়ে হাল ধরেন সুনীল নারিন (Sunil Narine) ও অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে ৪৪ রান এবং রাহানের ব্যাট থেকে ৫৬ রান আসে। এরপর চতুর্থ নম্বরে গুরুত্বপূর্ণ সময় ব্যাট করতে আসেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। কিন্তু এই নাইট তারকা ব্যাটসম্যান ৭ বলে মাত্র ৬ রান করে মাঠের বাইরে চলে যান। ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) দুরন্ত বলে উইকেট উড়িয়ে দিয়েছিলেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ভেঙ্কটেশ আইয়ার এই বছর আইপিএলে ঋষভ পান্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পর তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার। তাকে ২৩.৭৫ কোটি টাকায় দল ধরে রেখেছে দল। ফলে শাহরুখ খান (Sharukh Khan) এই ক্রিকেটারের ওপর এতো টাকা ঢেলে ভুল করেছেন বলে মনে করছেন অনেকেই। গত বছর মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছত্রছায়ায় নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন ভেঙ্কটেশ। এই বছর ভুলগুলো শুধরে দেওয়ার জন্য দলেরনেই গম্ভীর। ফলে তাকে নিয়ে চিন্তা বাড়ছে নাইট শিবিরে।
নাইটদের ভরসা ছিলেন ভেঙ্কটেশ আইয়ার-

গত বছর প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। এরপর ফাইনালেও হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। এই ম্যাচেও রান তাড়া করতে নেমে ২৬ বলে অপরাজিত ৫২ রান করে দলকে সাহায্য করেছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে ৫২ ম্যাচে ১৩৩২ রান সংগ্রহ করেছেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। অন্যদিকে ভারতের হয়ে ৯ টি টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৩৩ রান।