IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে হারের সম্মুখীন হলেও দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) পরাজিত করে দুরন্ত কামব্যাক করেছে। সোমবার লিগ পর্বের তৃতীয় ম্যাচে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামছে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে এখনও পর্যন্ত জয়ের মধ্যে ফিরতে পারিনি মুম্বাই। তাই প্রথম ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া চেষ্টা চালাবে তারা। তাই কেকেআর একাদশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে বলে জানা যাচ্ছে। সূত্র অনুযায়ী একাদশে জেয়াগা করে নেবেন অনরিখ নর্খিয়া (Anrich Nortje)।
মুম্বাইয়ের বিপক্ষে একাদশে অনরিখ নর্খিয়া-

আইপিএলের মেগা নিলামে ৬.৫০ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স (KKR) অনরিখ নর্খিয়াকে (Anrich Nortje) দলে নিয়েছিল। কিন্তু পিঠের চোটের কারণে এই বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তারকা পেসার দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান। ফলে নাইট কর্মকর্তারা চিন্তার মধ্যে ছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে নাইট শিবিরে যোগ দিয়েছেন এবং অনুশীলনে তাকে ছন্দে ফিরতে দেখা গেছে। সোমবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের (KKR vs MI) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই মুম্বাইয়ে পৌঁছে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট শিবির। অনরিখ নর্খিয়াকে (Anrich Nortje) নেটে কুইন্টন ডি কক (Quinton de Kock), মঈন আলী (Moeen Ali), রিঙ্কু সিং (Rinku Singh) এবং রমনদীপ সিংকে (Ramandeep Singh) এক ঘন্টা ধরে বোলিং করতে দেখা যায়। ফলে মনে করা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে স্পেন্সার জনসনের (Spencer Johnson) বদল এই প্রোটিয়া তারকাকে একাদশে দেখতে পাওয়া যাবে।
হাতাশ করেছেন স্পেন্সার জনসন-

এই বছর আইপিএলের মেগা নিলামে ২.৮০ কোটি টাকার বিনিময়ে স্পেন্সার জনসনকে (Spencer Johnson) দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু তিনি পরপর দুই ম্যাচে নাইটদের একাদশে সুযোগ পেলেও ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ২.২ ওভারে ৩১ রান খরচ করেন তিনি। এরপর রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৪ ওভারে ৪২ রান দিয়ে মাত্র ১ টি উইকেট সংগ্রহ করেছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। ফলে স্পেন্সার জনসন (Spencer Johnson) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশে বাইরে চলে যেতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখনও পর্যন্ত আইপিএলে এই বাঁহাতি ফাস্ট বোলার ৭ ম্যাচে ৫ উইকেট সংগ্রহ করেছেন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-
কুইন্টন ডি কক, মঈন আলী, আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, হর্ষিত রানা, অনরিখ নর্খিয়া, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা
ইম্প্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী/স্পেন্সার জনসন