IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে মরণ-বাঁচন লড়াই কলকাতার, এই শেষ চালে কিস্তিমাত করবে নাইট শিবির !! 1

IPL 2025: প্রতি বছর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ওপর ক্রিকেট সমর্থকদের অনেক প্রত্যাশা থাকে। গত বছরের চ্যাম্পিয়ন দল এই বছর আইপিএলেও শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বর্তমানে একের পর এক ম্যাচে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এইরকম পরিস্থিতিতে আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ইডেন গার্ডেন্সে জয়ের মধ্যে ফিরতেই হবে কেকেআরকে। ফলে চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) একাদশে ঘটতে চলেছেন একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন।

Read More: আবারও চাহালের ঘর ভাঙতে উঠে পড়ে লেগেছেন শ্রেয়স আইয়ার, গোপনে বলে দিলেন ‘আই লাভ ইউ’ !!

একাদশ থেকে বাদ এই দুই তারকা-

IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে মরণ-বাঁচন লড়াই কলকাতার, এই শেষ চালে কিস্তিমাত করবে নাইট শিবির !! 2
KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) বর্তমানে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে। একাদশের ব্যাটিং বিভাগ সবচেয়ে বড়ো সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। ওপেনার হিসেবে কুইন্টন ডি কক (Quinton de Kock) দলকে ভরসা দিতে পারেননি। পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে মাত্র ১১১ রান তাড়া করতে নেমে তিনি ২ রানে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। ফলে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) ওপেনার হিসেবে নিয়ে আসা হয়। কিন্তু তিনি ইডেন গার্ডেন্সে এই গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে মাঠ ছাড়েন। ফলে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে গুরবাজের ওপর ভরসা রাখছে না দল। সূত্র অনুযায়ী আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ওপেনার হিসেবে উঠে আসতে পারেন। অন্যদিকে আন্দ্রে রাসেল এখনও পর্যন্ত পুরোনো ছন্দে ফিরে আসতে পারেননি‌। চলতি মরসুমে তার ব্যাট থেকে ৮ ম্যাচে এসেছে মাত্র ৫৫ রান। ফলে এই তারকা ক্যারিবিয়ানকেও একাদশের বাইরে রাখতে চলেছেন কর্মকর্তারা।

অঙ্গকৃষ রঘুবংশীর পদোন্নতি-

IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে মরণ-বাঁচন লড়াই কলকাতার, এই শেষ চালে কিস্তিমাত করবে নাইট শিবির !! 3
Angkrish Raghuvanshi | Image: Getty Images

এই বছর কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে তরুণ ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) দুরন্ত লড়াই সমর্থকদের মুগ্ধ করেছে। তিনি পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে চতুর্থ স্থানে ব্যাট করতে নেমে ২৪ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এরপর গুজরাট টাইটান্সের বিপক্ষে তাকে নবম স্থানে ব্যাটিং করতে পাঠায় নাইট রাইডার্স। চাপের মধ্যে দাঁড়িয়ে ১৩ বলে অপরাজিত ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অঙ্গকৃষ (Angkrish Raghuvanshi)। ম্যাচ শেষে আজিঙ্কা রাহানে এই তরুণ ব্যাটসম্যানের প্রসংশা করছিলেন। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে অঙ্গকৃষ ৭ ম্যাচে ১৯৭ রান সংগ্রহ করেছেন। ফলে আজ যদি রাহানে (Ajinkya Rahane) ওপেনিং করেন তাহলে তিনি তৃতীয় স্থানে ব্যাটিং করবেন বলে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

আজিঙ্কা রাহানে, সুনীল নারিন, (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মঈন আলী, লুভনিথ সিসোদিয়া (উইকেটকিপার), রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

ইম্প্যাক্ট প্লেয়ার- আন্দ্রে রাসেল/রোভম্যান পাওয়েল

Read Also: IPL 2025: ডি কক বা গুরবাজ বাদ, KKR-এর হাল ফেরাবেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *