KKR vs CSK: রাহানে-রাসেলের বিধ্বংসী ব্যাটিং, ইডেনে চেন্নাইয়ের বিপক্ষে ১৭৯ রান সংগ্রহ করলো কলকাতা !! 1

IPL 2025: আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে। ফলে প্রথমে ইনিংসে কলকাতার হয়ে ওপেনিং করতে আসেন রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। দুজনেই ব্যর্থ হলে নাইট অধিনায়ক এসে দলের হাল ধরেন। নূর আহমেদের বিধ্বংসী বোলিংয়ের সামনে আন্দ্রে রাসেল আজ ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন। এরফলে প্রথম ইনিংসে ১৭৯ রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স।

ব্যর্থ ওপেনিং জুটি-

KKR vs CSK: রাহানে-রাসেলের বিধ্বংসী ব্যাটিং, ইডেনে চেন্নাইয়ের বিপক্ষে ১৭৯ রান সংগ্রহ করলো কলকাতা !! 2
KKR vs CSK | Images: Getty Images

আজ চেন্নাইয়ের বিরুদ্ধেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নাইট বাহিনী। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন দলকে ভরসা দিতে পারেননি। ম্যাচের দ্বিতীয় ওভারেই অনশুল কাম্বোজের করা বলে নূর আহমেদকে ক্যাচ দিয়ে বসেন গুরবাজ। ফলে আফগান তারকা ৯ বলে মাত্র ১১ রান করে মাঠ ছাড়েন। এরপর অষ্টম তম ওভারে নূর আহমেদ বল হাতে চমক দেন‌। মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত স্টাম্প করে সুনীল নারিনকে ফিরিয়ে দেন। এই ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে আসে ১৭ বলে ২৬ রান।

রাহানের গুরুত্বপূর্ণ ইনিংস-

KKR vs CSK: রাহানে-রাসেলের বিধ্বংসী ব্যাটিং, ইডেনে চেন্নাইয়ের বিপক্ষে ১৭৯ রান সংগ্রহ করলো কলকাতা !! 3
KKR vs CSK | Images: Getty Images

ওপেনিং জুটি ব্যর্থ হলেও ৩ নম্বরে ব্যাট করতে নেমে নাইট অধিনায়ক ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি মনিশ পান্ডের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ তার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪৮ রান। তিনি ২ টি ছয় এবং চারটি চার মারেন। ১২.২ ওভারে রবিন্দ্র জাদেজার করা বলে ডেভন কনওয়েকে ক্যাচ দেন তিনি।

রাসেলের বিধ্বংসী ব্যাটিং-

আজিঙ্ক রাহানে আউট হয়ে গেলে মনিশ পান্ডে রাসের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজও রাসেল ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। তিনি ২১ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩ টি ছয় এবং ৪ টি চার। মনিশ পান্ডে আজ ২৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন‌। এর ফলে কলকাতা আজ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে। অন্যদিকে বল হাতে চেন্নাইয়ের হয়ে জ্বলে উঠেছিলেন নূর আহমেদ। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। একটি করে উইকেট শিকার করেন অনশুল কাম্বোজ এবং রবীন্দ্র জাদেজা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *