MI vs KKR: বাদ ভেঙ্কটেশ, কলকাতার মিডল অর্ডারকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই বিস্ফোরক ব্যাটার !! 1

IPL 2025: রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়ে এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাটিতে কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians vs Kolkata Knight Riders) বিপক্ষে মাঠে নামতে চলেছে। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন। মিডিল অর্ডারে একাধিক তারকা ব্যাটসম্যান এখনও প্রভাব ফেলতে পারেননি। ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়ে চিন্তায় রয়েছেন কর্মকর্তারা। স্পেন্সার জনসনও (Spencer Johnson) বল হাতে নাইট বাহিনীদের হয়ে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

MI vs KKR: বাদ ভেঙ্কটেশ, কলকাতার মিডল অর্ডারকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই বিস্ফোরক ব্যাটার !! 2
KKR | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)

ম্যাচ নং- ১২

তারিখ- ৩১/০৩/২০২৫

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

MI vs KKR: বাদ ভেঙ্কটেশ, কলকাতার মিডল অর্ডারকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই বিস্ফোরক ব্যাটার !! 3
Wankhede Stadium | Image: Getty Images

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা বড়ো ইনিংস গড়ার জন্য সুবিধা পেয়ে থাকেন। তবে পেসাররাও এই পিচ থেকে প্রথম দিকে সাহায্য পাবেন। স্পিনারদের বিপক্ষেও দ্রুত গতিতে রান তুলে নিতে সমস্যায় পড়তে পারেন ব্যাটসম্যানরা। এখনও পর্যন্ত আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট ১১৮ টি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৫৪ ম্যাচে। ৬৪ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় ছিনিয়ে নিয়েছে। এই ঐতিহাসিক স্টেডিয়ামে আইপিএলের প্রথম ইনিংসের গড় স্কোর ১৭০।

কলকাতা নাইট রাইডার্স একাদশের শক্তিশালী দিক-

MI vs KKR: বাদ ভেঙ্কটেশ, কলকাতার মিডল অর্ডারকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই বিস্ফোরক ব্যাটার !! 4
Quinton de Kock | Image: Getty Images

নাইট জার্সিতে ব্যাট হাতে ওপেনার হিসেবে কুইন্টন ডি কক (Quinton de Kock) দুরন্ত ফর্মে আছেন। তিনি রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান তাড়া করতে নেমে ৬১ বলে অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ফলে মুম্বাইয়ের মাটিতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন তিনি। তারকা স্পিনার বরুণ চক্রবর্তীও (Varun Chakaravarthy) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জ্বলে ওঠেন না পারলেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে পুরোনো ছন্দে ফিরেছেন।

রিয়ান পরাগদের (Riyan Parag) বিপক্ষে তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। মঈন আলীও রাজস্থানের বিপক্ষে কেকেআর একাদশে সুযোগ পেয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। ফলে এই দুই স্পিনারের ওপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিশেষ নজর থাকবে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

MI vs KKR: বাদ ভেঙ্কটেশ, কলকাতার মিডল অর্ডারকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই বিস্ফোরক ব্যাটার !! 5
KKR | Image: Getty Images

ওপেনার: কুইন্টন ডি কক, মঈন আলী

মিডল অর্ডার: আজিঙ্কা রাহানে, মণীশ পান্ডে , রিঙ্কু সিং,

ফিনিশার: আন্দ্রে রাসেল, রমণদীপ সিং,

বোলার: হর্ষিত রানা, অনরিখ নর্খিয়া‌, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা

উইকেটকিপার: কুইন্টন ডি কক

ইম্প্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী/স্পেন্সার জনসন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *