বাদ রাসেল-রিঙ্কু, এন্ট্রি নিচ্ছেন মনিশ পান্ডে, প্রকাশ্যে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে KKR'এর একাদশ !! 1

১৭ মে থেকে আবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। আইপিএলের মঞ্চে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR)। পয়েন্ট তালিকায়, দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল এবং ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামীকাল লড়াইয়ে দুই দল চাইবে জয়লাভ করে দলকে প্লে-অফে পৌঁছে দিতে। দুই দলের জন্যই প্লে-অফের দরজা খোলা রয়েছে। ব্যাঙ্গালুরু একটি ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিট প্রায় পাকা করে ফেলবে এবং নাইট রাইডার্সকে দুই ম্যাচেই জিততে হবে।

বাদ পড়ছেন রাসেল-রিঙ্কু

Andre Russell and Rinku Singh, kkr, ipl 2025
Andre Russell and Rinku Singh | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স দল নাইট রাইডার্সের বিরুদ্ধে আগামী ম্যাচে সবাইকে উপলব্ধ পেলেও, নাইট রাইডার্স পাচ্ছে না দলের তারকা অলরাউন্ডার মঈন আলীকে (Moeen Ali)। মঈন আপাতত আইপিএল খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও মঈনের বদলে কোনো রিপ্লেসমেন্ট নেয়নি কলকাতা। আগামী ম্যাচে নতুন ভাবেই নামতে প্রস্তুত কেকেআর। বেঙ্গালুরু ম্যাচে কলকাতা শিবিরে দেখতে পাওয়া যাবে না ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে (Andre Russell)। সূত্রের খবর বেঙ্গালুরু ম্যাচের আগেই গুরুতর চোট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা।

Read More: IPL 2025: বাটলার দল ছাড়ায় বিপাকে গুজরাত, তড়িঘড়ি বিকল্প খুঁজে নিলেন শুভমান গিল’রা !!

তার চোট এতটাই গুরুতর যে আগামীকাল তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার পরিবর্তে পেসার স্পেন্সর জনসনকে সুযোগ দিতে চায় নাইট ম্যানেজমেন্ট। অন্যদিকে দলের ফিনিশার রিংকু সিংকে (Rinku Singh) বেঞ্চে বসতে হবে। তার বদলে নাইট রাইডার্স স্থলে এন্ট্রি নিতে পারেন তারকা ব্যাটসম্যান মনিশ পান্ডে (Manish Pandey)। বেঙ্গালুরুতে নিজের মাঠেই নামবেন মনীষ তাঁর উপরে ভরসা দেখাতে চাইছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে কলকাতা দলে সুযোগ পেয়েছিলেন মঈন আলী, তবে তিনি আইপিএল খেলতে না আশায় নাইট রাইডার্স দলে খেলতে দেখা যাবে রোভম্যান পাওয়েলকে।

মনিশ পান্ডে নেবেন ঘরের মাঠে এন্ট্রি

Manish Pandey, rcb,ipl 2025
Manish Pandey | Image: Getty Images

আরসিবির বিরুদ্ধে ওপেনিং করতে দেখা যাবে রহমানুল্লা গুরবাজ ও সুনীল নারিনকে। দুজনকেই বেশ ভালো ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। তিনে নামবেন ক্যাপ্টেন রাহানে (Ajinkya Rahane)। মিডিল অর্ডারে মনিশ পান্ডে (Manish Pandey), অঙ্গকৃষ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi) দেখতে পাওয়া যাবে। লোয়ার মিডিল অর্ডারে রমনদীপ সিং এবং পাওয়েলকে দেখা যাবে। তাছাড়া, বোলারদের মধ্যে হার্ষিত রান, বরুণ চক্রবর্তী, স্পেন্সর জনসন ও ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বৈভব অরোরাকে দেখতে পাওয়া যাবে।

ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে KKR-এর সম্ভব্য একাদশ

রহমানুল্লা গুরবাজ (WK), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (C), মনিশ পান্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, রমনদীপ সিং, হার্ষিত রানা, অনুকূল রয়, স্পেন্সর জনসন, বরুণ চক্রবর্তী, ইমপ্যাক্ট- বৈভব আরোরা।

Read Also: IPL 2025: নাইটদের চিন্তা বাড়িয়েছেন এই ক্যারিবিয়ান তারকা, খেলবেন না আইপিএলের বাকি ম্যাচগুলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *