চলতি আইপিএল ২০২৫ (IPL 2025) এর মঞ্চ অর্ধেক ম্যাচ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। পয়েন্ট তালিকার বিচারের শীর্ষ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। আগামীকাল আইপিএলের ৩৮তম ম্যাচে খেলতে চলেছে গুজরাট টাইটান্স। এবার তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে ভক্তরা। কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা ম্যাচ। চলতি আইপিএলে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখাচ্ছে গুজরাট। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং বিভাগে দেখা গেছে ছন্দের অভাব। আপাতত পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। কলকাতা নাইট রাইডার্স তাদের গত ম্যাচটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিল যে ম্যাচে পাঞ্জাবকে কেবলমাত্র ১১১ রানেই অলআউট করে দিয়েছিল কলকাতা। তবে রান তাড়া করতে এসে পাঞ্জাবের বানানো এই ছোট রান তুলতে ব্যস্ত হয় কলকাতা। ৯৫ রানেই সীমিত থাকতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর লজ্জা জনক পরাজয়ের পর নাইট শিবিরে বেশ কয়েকটি পরিবর্তনের আশা রাখছেন ভক্তরা।
চলতি মৌসুমে উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিককের (Quinton De Kock) উপর বেশ আস্থা দেখিয়েছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। তবে রাজস্থানের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংস ব্যতীত ডি ককের ব্যাট থেকে দেখা যায়নি কোন বড় রান। এবারের আইপিএলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে কলকাতা নাইট রাইডার্স আফগানিস্তানের তরুণ খেলোয়ার রহমানুল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) শামিল করেছে। সূত্রের খবর গুজরাটের বিরুদ্ধে ডিককের বদলে গুড়বাজ কে প্রথমবারের জন্য এই মৌসুমে কলকাতা জার্সিতে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি দল থেকে বাদ পড়বেন আন্দ্রে রাসেল (Andre Russell) অন্দরের খবর রাসেলের উপর আর ভরসা রাখতে চাইছে না কলকাতা টিম ম্যানেজমেন্ট।
এবার তার সতীর্থ রোভমান পাওয়েলকে এবার নাইট রাইডার্স দলের জার্সিতে এই মৌসুমে প্রথম বারের জন্য খেলতে দেখতে পাওয়া যাবে। সদ্য ভারতীয় দলের কোচিং প্যানেল থেকে ছাঁটাই করা হয়েছে অভিষেক নায়ারকে। তিনি ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে সহকারী কোচ হিসেবে যোগদান করেছেন। এদিন ইডেনে অভিষেকের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাজ করেছেন তিনি। যে কারণে এটা বিশ্বাস করা হচ্ছে যে রাসেলের দিন ঘনিয়ে এসেছে এবার দল এই উইন্ডিজ তারকার উপর ভরসা যোগাতে চাইবে কলকাতা টিম ম্যানেজমেন্ট।
Read More: IPL 2025: ম্যাচ জিততে ধোঁকাদারি করছে কেকেআর, চলতি আইপিএলে হলো পর্দা ফাঁস !!
IPL 2025, KKR vs GT PITCH REPORT

ক্রিকেটার নন্দনকানন হিসেবে পরিচিত ইডেন গার্ডেন্স আবার আগামীকাল সুসজ্জিত হতে চলেছে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে প্রয়োজনীয় ফায়দা তুলতে পারছে না বলে বেশ কয়েকবার সংবাদ সম্মেলনীতে মুখ খুলেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। কলকাতার ইডেন গার্ডেন্সের পিচের কথা বলতে গেলে এই পিচ ব্যাটসম্যানদের কাছে ব্যাটিং স্বর্গ, শুধু তাই নয় মাঠের দ্রুতগামী আউটফিল্ড ব্যাটসম্যানদের জন্য খুবই উপযুক্ত ও পছন্দের। পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে পেসারদের কাছে সুযোগ থাকবে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলার। পাশাপাশি গত কয়েকটি ম্যাচে এখানে স্পিনারদের ভূমিকা নিতেও দেখা গিয়েছে। মধ্য ওভারে স্পিনাররা হতে পারেন দলের ট্রাম্প কার্ড। টস জিতে অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নেবেন এখানে।
KKR vs GT ম্যাচে সম্ভব্য দুই সেরা পারফর্মার
হার্ষিত রানা
কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আগামীকালের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তরুণ তারকা পেসার হার্ষিত রানা (Harshit Rana)। চলতি মৌসুমে বেশ ভালো ছন্দে রয়েছেন রানা। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে তিনটি এবং চেন্নাইতে চেন্নাইয়ের বিরুদ্ধে দুটি উইকেট পেয়েছিলেন তিনি। তার এই দুর্দান্ত ছন্দ আগামীকাল গুজরাটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কলকাতার জয়ের ক্ষেত্রে।
রহমানুল্লা গুরবাজ
আগামীকাল ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ আজ হয়ে উঠবেন দলের অন্যতম বড় ম্যাচ উইনার। গুজরাটের বিরুদ্ধে বরাবরই বেশ ভালো ছন্দ দেখে এসেছেন গুরবাজ। ২০২৩ সালের আইপিএলে গুরবাজ গুজরাটের বিরুদ্ধে ৩৯ বলে পাঁচটি চার ও সাতটি ছক্কায় ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তার এই দুর্দান্ত ব্যাটিং আবার একবার কলকাতার জয়ের কারণ হয়ে উঠতে পারে।
GT-এর বিরুদ্ধে KKR-এর সম্ভাব্য একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রোভমান পাওয়েল, রিংকু সিং, রমনদীপ সিং, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, একরিখ নোকিয়া।
ইমপ্যাক্ট সাব: বৈভব অরোরা/ মনীষ পান্ডে