কলকাতা নাইট রাইডার্স (KKR) ২০২৬ সালের আইপিএলের (IPL 2026 Auction) জন্য নিলামে দারুণভাবে স্কোয়াড সাজিয়েছে। এবারের নিলামে তারা বেশ দারুন ভাবে দল সাজিয়েছে। নিলামের মঞ্চে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রীনকে (Cameron Green) বিশাল অঙ্কে দলে ভেড়ায় কেকেআর। তাঁকে কিনতে হয়েছে ২৫.২০ কোটি টাকা খরচ করে কেকেআর, যা এবারের নিলামে সবথেকে বেশি। গ্রীনের ব্যাটিং-বোলিং দুই দক্ষতার ওপরই টিম ম্যানেজমেন্টের অনেকটা ভরসা রাখতে চায় কেকেআর। গ্রীন ব্যাতিত ১৮ কোটিতে মাতিসা পথিরানাকে ও ৯.২০ কোটিতে মুস্তাফিজুর রহমানকে দলে শামিল করেছে কেকেআর। আসন্ন আইপিএলের জন্য নাইট রাইডার্সের একাদশ বেশ শক্তিশালী হবে বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।
মঞ্চ মাতাবে নারিন ও গ্রীনের জুটি

আসন্ন আইপিএলে দলের ওপেনিং জুটি হিসেবে সুনীল নারিন (Sunil Narine) আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা করা হচ্ছে। নারিনের আক্রমণাত্মক ব্যাটিং ইনিংসে দুর্দান্ত ভাবে সূচনা করতে পারে কেকেআর। সাথে ক্যামেরন গ্রীনের উপস্থিতিতে ওপেনিং জুটি আরও শক্তিশালী হয়ে উঠবে। অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে দলের তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন। তিনিই দলের ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন এবং টপ অর্ডারে দলের গুরুদায়িত্ব নেবেন তিনি। মধাক্রমে রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) এবং অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) মতো ব্যাটাররাও রান তোলার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Read More: ২৫.২ কোটির ফ্লপ ক্রিকেটার KKR’এর, নিলামের পরের দিনই শূন্য রানে আউট ক্যামেরন গ্ৰিন !!
ফিনিশিংয়ে রিংকুর কাঁধে গুরুদায়িত্ব

লোয়ার মিডল অর্ডারে রিংকু সিং (Rinku Singh) থাকায় দলের ফিনিশিং নিয়ে সেভাবে ভাবতে হবে না কেকেআর। ফিনিশার হিসাবে কেকেআরের জার্সিতে রমনদীপ সিংকেও দেখতে পাওয়া যাবে। এই ব্যাটিং ইউনিট প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারেন। বোলিং আক্রমণে এবার বড় পরিবর্তন আসছে লঙ্কান পেস সেনসেশন মাথিসা পথিরানা ও মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে। দুজনেই ডেথ ওভারে বেশ শক্তিশালী। নাইট রাইডার্স বিগত কয়েক বছর ধরে ডেথ ওভার সমস্যায় ভুগছিল, তবে এবারের ডেথ বোলারগুলি নাইট রাইডার্সের শক্তি বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় পেসার হিসেবে হার্ষিত রানা (Harshit Rana) দলের হয়ে স্ট্রাইক বোলার ও পাওয়ার প্লের দায়িত্ব তুলে নিতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। তাছাড়া, স্পিন বিভাগে আছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), যিনি এখন এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর বোলার। তার সঙ্গে নারিন থাকায় স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। টিম কম্বিনেশন অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরা বা আকাশ দীপকে (Akash Deep) সুযোগ দেওয়া হতে পারে। কাগজে-কলমে এই দল আইপিএল ২০২৬ মরসুমে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হতে পারে। চতুর্থ শিরোপা জয়ের লড়াইয়ে নাইট রাইডার্স ব্রিগেড পুরোপুরি ভাবে প্রস্তুত।
KKR’এর সম্ভব্য সেরা স্কোয়াড
ক্যামেরন গ্রীন, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাঠি, অঙ্গকৃষ রঘুবংশী, রিংকু সিং, রমনদীপ সিং, হার্ষিত রানা, মুস্তাফিজুর রহমান, মাতিসা পথিরানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা / আকাশ দীপ